শিক্ষকতা করেছি বলে শিক্ষার্থীদের আচার-আচরণের দিকটিও বিশেষভাবে খেয়াল করেছি। তাদেরকে জীবনে মূল্যবোধের গুরুত্বের কথা বলেছি। আমরা যে মূল্যবোধগুলো অনুশীলন করে করে ছোট থেকে বড় হয়েছি, যেগুলো আমাদের বিশেষ করে আমার মত বয়স্কদের চারিত্রিক বৈশিষষ্ট্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে, কালের বিবর্তনে সেগুলোর কিছু রকমফের ঘটেছে। কিন্তু মূল্যবোধতো চিরন্তন। তাই সেগুলোর কিছুটা...
আরো পড়ুন
শিক্ষকতা করেছি বলে শিক্ষার্থীদের আচার-আচরণের দিকটিও বিশেষভাবে খেয়াল করেছি। তাদেরকে জীবনে মূল্যবোধের গুরুত্বের কথা বলেছি। আমরা যে মূল্যবোধগুলো অনুশীলন করে করে ছোট থেকে বড় হয়েছি, যেগুলো আমাদের বিশেষ করে আমার মত বয়স্কদের চারিত্রিক বৈশিষষ্ট্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে, কালের বিবর্তনে সেগুলোর কিছু রকমফের ঘটেছে। কিন্তু মূল্যবোধতো চিরন্তন। তাই সেগুলোর কিছুটা পরিবর্তনও আমার অনুভূতিকে কেমন নাড়া দিয়ে যায়। আর সে কথাই এই গ্রন্থে কিঞ্চিৎ তুলে ধরার চেষ্টা করেছি।
আর একটি বিষয়েও আলোকপাত করার প্রয়াস পেয়েছি, আর তা হলো আমাদের সমাজে অবসরপ্রাপ্ত প্রবীণ-প্রবীণাদের অবস্থান। এক্ষেত্রে কিছু অসঙ্গতি আমাকে যেন কিছুটা ভাবতে বাধ্য করেছে। কিছু কিছু বাস্তব ঘটনার অর্থাৎ আমার নিজের চোখের দেখা কিছু ঘটনার আক্ষরিক চিত্রের মাধ্যমে সেই অনিয়ম, অসঙ্গতির কথাও উল্লেখ করতে চেষ্টা করেছি। এই বিষয়ে কোন বই আমার পড়া নেই, বই থাকলেও আমার জানা নেই। তাই নিজেই পুস্তকটির ক্ষুদ্র পরিসরে সেই বিষয়ে সামান্য কিছু বলতে চেয়েছি। আশা করি মোটামুটি ভিন্নধর্মী এই বইটি পাঠক-পাঠিকাদের ভালো লাগবে। কারোর কারোর আচরণে ইতিবাচক পরিবর্তন আনতেও সহায়ক হবে। সমাজ ভাবনাধর্মী এই গ্রন্থটিতে আমাদের সমাজের সঙ্গে উন্নত বিশ্বের সমাজ-ব্যবস্থারও সামান্য তুলনামূলক চিত্র রয়েছে যা গ্রন্থটি পাঠ করতে পাঠক-পাঠিকাকে উৎসাহিতই করবে বলে আমার বিশ্বাস।
কম দেখান