বুকশপারে আপনকে স্বাগতম !!

+88 01813769190


প্রকাশনা সংযুক্তি ফর্ম

বাংলাদেশে বই প্রকাশ ও মুদ্রণের জন্য বেশ কিছু আইন ও বিধি মানা আবশ্যক। এসব আইন মূলত মুদ্রণ, প্রকাশনা, কপিরাইট এবং বইয়ের বিষয়বস্তু সংক্রান্ত নীতিমালা নির্ধারণ করে থাকে। নিচে একটি সার-সংক্ষেপ দেয়া হলো:
১. প্রেস ও প্রকাশনা আইন, ১৯৭৩ (Press and Publications Act, 1973) প্রকাশনার রেজিস্ট্রেশন: কোনো বই বা পত্রিকা প্রকাশ করতে হলে প্রেস বা প্রকাশনাকে স্থানীয় কর্তৃপক্ষ (জেলা ম্যাজিস্ট্রেট বা তথ্য অধিদপ্তর) থেকে নিবন্ধন করতে হয়। কনটেন্ট নিয়ন্ত্রণ: প্রকাশিত বইয়ে এমন কোনো বিষয়বস্তু থাকা যাবে না যা রাষ্ট্রদ্রোহী, অশ্লীল, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, বা জনশৃঙ্খলা নষ্ট করে। কপিরাইট আইন অনুসরণ: বইয়ের কপিরাইট নিশ্চিত করতে হবে।
২. কপিরাইট আইন, ২০০০ (Copyright Act, 2000) স্বত্ব সংরক্ষণ: লেখকের কাজের কপিরাইট তার অনুমতি ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না। অন্যের লেখা বা ডিজাইন ব্যবহার: অন্যের লেখা, ছবি বা কন্টেন্ট ব্যবহার করার ক্ষেত্রে তার অনুমতি নিতে হবে। কপিরাইট অফিস: বাংলাদেশ কপিরাইট অফিসে বইয়ের কপিরাইট নিবন্ধন করতে হয়।
৩. প্রকাশনার মান নিয়ন্ত্রণঃ প্রকাশিত বইয়ের মান বজায় রাখতে হবে। বইয়ে তথ্যভিত্তিক ভুল বা বিভ্রান্তি ছড়ানো হলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
৪. সেন্সরশিপ আইন (Censorship Laws): কোনো বই প্রকাশের আগে বিষয়বস্তু সেন্সর করা হতে পারে, বিশেষত যদি সেটি রাষ্ট্র বা ধর্মের বিরুদ্ধে কিছু লিখে। কিছু বিষয়, যেমন: রাষ্ট্রের সুরক্ষা, জাতিগত সহিংসতা, বা অশ্লীল কন্টেন্ট, প্রকাশে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।
৫. মুদ্রণ ও প্রকাশনা বিষয়ক অন্যান্য বিধান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নম্বর (ISBN): বই প্রকাশের সময় একটি ISBN নম্বর নিতে হয় যা জাতীয় গ্রন্থাগার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরবরাহ করে। বাধ্যতামূলক জমা: প্রকাশিত বইয়ের একটি কপি জাতীয় গ্রন্থাগারে জমা দিতে হয়।
৬. ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ (Digital Security Act, 2018): অনলাইনে বা ডিজিটাল মাধ্যমে প্রকাশিত বইয়ের বিষয়বস্তু নিয়ন্ত্রণে এই আইন প্রযোজ্য। ডিজিটাল মাধ্যমে মিথ্যা বা মানহানিকর তথ্য প্রচারের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
৭. পাবলিকেশন পরিবেশক নীতিমালা: প্রকাশনার পরে তা বাজারজাত করার জন্য পরিবেশক বা বই বিক্রেতাদের সাথে চুক্তি করতে হয়। বইয়ের দামের ন্যায্যতা এবং বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হয়।
বই প্রকাশ এবং মুদ্রণের ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইনগুলো অনুসরণ করা জরুরি। যে কোনো ধরণের অবহেলা বা আইন লঙ্ঘনের ক্ষেত্রে বই নিষিদ্ধ হওয়া বা প্রকাশকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঝুঁকি থাকে। সঠিকভাবে আইন মেনে কাজ করলে লেখক ও প্রকাশক উভয়ের জন্যই সুরক্ষা নিশ্চিত হয়।
বাংলাদেশের প্রেক্ষাপটে, প্রকাশনার ক্ষেত্রে কিছু আইন এবং ধারা রয়েছে যা প্রকাশনার ধরণ ও কন্টেন্টের বিষয়ে নির্দেশনা প্রদান করে। এগুলো মূলত "বাংলাদেশ দণ্ডবিধি", "সংশোধিত মুদ্রণ ও প্রকাশনা আইন", এবং "ডিজিটাল নিরাপত্তা আইন" এর অধীনে আসে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা উল্লেখ করা হলো:
১. বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ (Penal Code, 1860) ধারা ২৯২: অশ্লীল প্রকাশনা, বই, পত্রিকা, পেইন্টিং ইত্যাদি বিক্রয় বা বিতরণ দণ্ডনীয়। ধারা ২৯৩: শিশু বা অপ্রাপ্তবয়স্কদের কাছে অশ্লীল বিষয় সরবরাহ দণ্ডনীয়। ধারা ৫০৫: যেকোনো প্রকাশনা বা বিবৃতি যা জনগণের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারে বা সহিংসতার কারণ হতে পারে।
২. মুদ্রণ ও প্রকাশনা আইন, ১৯৭৩ (Printing Presses and Publications Act, 1973) ধারা ৩: মুদ্রণযন্ত্র স্থাপন বা পরিচালনা করার জন্য লাইসেন্স আবশ্যক। ধারা ৮: এমন কোনো বই বা কন্টেন্ট প্রকাশ করা যাবে না যা রাষ্ট্রীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। ধারা ১১: সরকারের আদেশে কোনো প্রকাশনা নিষিদ্ধ করার ক্ষমতা।
৩. ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ ধারা ২১: মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি দণ্ডনীয়। ধারা ২৮: ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কন্টেন্ট প্রকাশের জন্য শাস্তি। ধারা ২৯: মানহানিকর তথ্য প্রকাশ দণ্ডনীয়। ধারা ৩১: বিশৃঙ্খলা সৃষ্টিকারী বা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কন্টেন্ট দণ্ডনীয়।
৪. কপিরাইট আইন, ২০০০ (Copyright Act, 2000) কারো অনুমতি ছাড়া তার মেধাস্বত্ব লঙ্ঘন করে বই প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ।
৫. অশ্লীল প্রকাশনা আইন, ১৯৭৭ (Obscene Publications Act, 1977) যেকোনো অশ্লীল কন্টেন্ট যা জনসাধারণের নৈতিকতা বা শালীনতায় আঘাত হানে তা প্রকাশ দণ্ডনীয়।
সার্বিক নির্দেশনা: প্রকাশনার ক্ষেত্রে কন্টেন্ট অবশ্যই হতে হবে- রাষ্ট্রবিরোধী বা ধর্মীয় অনুভূতিতে আঘাতহীন। নৈতিকতা এবং শালীনতার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। মিথ্যা, মানহানিকর বা গুজব সৃষ্টিকারী নয়। কপিরাইট আইন মেনে চলা।
বুকশপার নীতিমালা
- প্রতিটি প্রকাশনা সংস্থা থেকে প্রতিমাসে বুকশপার কতৃক যে সকল বই সংগ্রহ করা হবে তার বিল পরবর্তী মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে উক্ত প্রকাশনা সংস্থা কতৃক প্রদত্ত ব্যাংক একাউন্টে জমা দেয়া হবে।
- বুকশপার বই বিক্রি, পরিবেশনা, প্রচারণা ইত্যাদি বিষয়ে কাজ করে থাকে। বই প্রকাশনার সাথে বুকশপার যুক্ত নয়।
- লেখকের সাথে চুক্তি বা রয়্যালটির বিষয়গুলো প্রকাশনা সংস্থার সাথে সংশ্লিষ্ট। এক্ষেত্রে বুকশপার এর কোন দায় নেই।
- সম্পাদিত বইয়ের ক্ষেত্রে তথ্য-উপাত্ত সংগ্রহ বা অনুমতির বিষয়টি সম্পাদকের উপর বর্তায়।
- অনুবাদ অথবা ভাষান্তর বইয়ের ক্ষেত্রে মূল বইয়ের অনুবাদ রাইটস বা যে কোন দ্বায়বদ্ধতা প্রকাশনা সংস্থা বহন করিবেন।
- চিরায়িত বই ব্যতিত যে কোন বইয়ের ক্ষেত্রে একই লেখকের বই একাধিক প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হলে যে প্রকাশক তার সপক্ষে কাগজপত্র প্রদর্শন করতে পারবেন শুধুমাত্র সেই প্রকাশনার বইটি-ই বুকশপার ওয়েবসাইটে প্রদর্শন করবে।
- লেখক, সম্পাদক বা অনুবাদক এর সাথে প্রকাশনা সংস্থার কোন সমস্যা বা জটিলতা দেখা দিলে অথবা আইনানুগ কোন মামলা-মোকদ্দমা হলে তার রায় যার পক্ষেই যাবে বুকশপার সেই সিদ্ধান্তই মেনে নিতে বাধ্য থাকবে। এক্ষেত্রে আইনানুগ নথিকেই চূড়ান্ত সিদ্ধান্ত বলে ধরে নেয়া হবো।
- বই ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সরকার কর্তৃক যদি কোনো ভ্যাট বা ট্যাক্স অন্তর্ভুক্ত করা হয় তবে তা প্রকাশনা সংস্থাকে অবগত সাপেক্ষে কর্তন করা হবে এবং বছর শেষে হিসাব সাপেক্ষে প্রকাশনা সংস্থাকে তা প্রদর্শন করা হবে।
- যে কোন বই প্রদর্শন ও বিক্রয়ের ক্ষেত্রে বুকশপার কতৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে। এছাড়া যে কোন প্রদর্শীত বই বুকশপার কতৃপক্ষ প্রত্যাহার এর ক্ষমতা রাখে।
- বুকশপারে প্রদর্শীত যেকোন প্রকাশনা সংস্থার বই এর মূল্য পরিবর্তনের ক্ষেত্রে তা বুকশপার কতৃপক্ষকে অবগত করতে হবে। প্রদর্শীত মূল্য পরিবর্তনের পূর্ব পর্যন্ত সাবেক মূল্যেই বইটি প্রকাশনা সংস্থা প্রদান করবেন।
- বুকশপার যে কোন সময় যে কোন নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ও সংশোধনের অধিকার রাখে।

Laws and Policies Related to Book Publishing and Printing in Bangladesh

In Bangladesh, several laws and regulations must be followed for publishing and printing books. These laws mainly deal with printing, publishing, copyright, and content guidelines. A summary is given below:

  1. Press and Publications Act, 1973
    • Registration of Publications: Publishers must register with the local authority (District Magistrate or Department of Information) before publishing any book or magazine.
    • Content Regulation: Books must not contain seditious, obscene, or religiously offensive content, nor anything that disrupts public order.
    • Copyright Compliance: Books must comply with copyright laws.
  2. Copyright Act, 2000
    • Protection of Rights: No one may use an author’s work without permission.
    • Use of Others’ Work: Written permission is required to use someone else’s text, image, or content.
    • Copyright Office: Registration is done through the Bangladesh Copyright Office.
  3. Quality Control in Publishing
    • Books must maintain quality. False or misleading information can lead to legal action.
  4. Censorship Laws
    • Content may be censored, especially if it is against the state or religion.
    • Strict bans apply to content related to national security, communal violence, or obscenity.
  5. Other Publishing Requirements
    • ISBN: An ISBN must be obtained from the National Library or relevant authority.
    • Legal Deposit: One copy of each published book must be submitted to the National Library.
  6. Digital Security Act, 2018
    • This law applies to books published online or digitally.
    • False or defamatory content published digitally is punishable.
  7. Publishing Distribution Policy
    • Contracts with distributors or sellers are needed for marketing and sales.
    • Pricing must be fair, and transparency in distribution must be ensured.

Relevant Legal Provisions in the Context of Bangladesh

Publishing in Bangladesh is regulated by various laws, including the Penal Code, the Press and Publications Act, and the Digital Security Act. Key sections include:

  1. Penal Code, 1860
    • Section 292: Publishing or distributing obscene content is punishable.
    • Section 293: Supplying obscene material to minors is punishable.
    • Section 505: Publications that may incite unrest or violence are punishable.
  2. Printing Presses and Publications Act, 1973
    • Section 3: A license is required to operate a printing press.
    • Section 8: Content that harms national security, public order, or religious sentiments is prohibited.
    • Section 11: The government can ban any publication by official order.
  3. Digital Security Act, 2018
    • Section 21: Distorting the Liberation War or its history is punishable.
    • Section 28: Content that hurts religious sentiments is punishable.
    • Section 29: Defamatory content is punishable.
    • Section 31: Content that causes unrest or threatens national security is punishable.
  4. Copyright Act, 2000
    • Publishing copyrighted content without permission is a punishable offense.
  5. Obscene Publications Act, 1977
    • Publishing obscene content that violates public morality is punishable.

General Guidelines: Content must not be anti-state or offensive to religious beliefs. It must be ethical, decent, not defamatory, and comply with copyright laws.


Bookshoper Policy

  • Bills for books collected from each publishing house will be paid to their account by the 10th of the following month.
  • Bookshoper is involved in book sales, distribution, and promotion. It is not involved in the publishing process.
  • Contracts and royalty matters with authors are the responsibility of the publishing house. Bookshoper holds no liability.
  • In edited books, responsibility for data collection and permissions lies with the editor.
  • For translated books, the publisher is responsible for having translation rights and legal obligations.
  • Except for classical works, if the same book by the same author is published by multiple publishers, only the version with valid documents will be shown on the Bookshoper website.
  • In case of any legal disputes involving the author, editor, or translator, Bookshoper will accept the decision based on legal documents as final.
  • In the case of displaying and selling any book, the decision of the Bookshoper authority will be considered final. Additionally, the Bookshoper authority reserves the right to withdraw any displayed book at any time.
  • In case of any price change of books displayed on Bookshoper by a publishing company, the company must inform the Bookshoper authority. Until the displayed price is updated, the publishing company must provide the book at the previously listed price.
  • Bookshoper reserves the right to change, modify, add, or amend any policy at any time.