শফিউল কোনো রিকশা, সিএনজি অটো-রিকশা না পেয়ে হাঁটা শুরু করল। খুব গরম পড়ছে, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। শফিউল প্রায় ৪০ মিনিট ধরে হাঁটছে। কোনো খালি রিকশা পাচ্ছে না। গরমে হাঁটতে খুব বিরক্ত লাগছে কিন্তু উপায় কী। হাঁটতে হাঁটতে শফিউল একটা নির্জন রাস্তায় এসে পড়ল। দুই পাশে উঁচু দেয়াল। বেশ খানিকটা...
আরো পড়ুন
শফিউল কোনো রিকশা, সিএনজি অটো-রিকশা না পেয়ে হাঁটা শুরু করল। খুব গরম পড়ছে, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। শফিউল প্রায় ৪০ মিনিট ধরে হাঁটছে। কোনো খালি রিকশা পাচ্ছে না। গরমে হাঁটতে খুব বিরক্ত লাগছে কিন্তু উপায় কী। হাঁটতে হাঁটতে শফিউল একটা নির্জন রাস্তায় এসে পড়ল। দুই পাশে উঁচু দেয়াল। বেশ খানিকটা সামনে ময়লা ফেলার একটা জায়গা। তিনি পাশে দেয়াল তোলা কোমর সমান; এক পাশে খোলা। খুব দুর্গন্ধ আসছে সেখান থেকে। শফিউল নাকে হাত দিল দূর থেকেই এত জঘন্য দুর্গন্ধ। হঠাৎ সে দেখল তিনটা কুকুর একটা ব্যাগ নিয়ে টানাটানি করছে। আর উত্তেজিত হয়ে ঘেউ ঘেউ করছে। সাথে এক ঝাঁক কাক ওড়াউড়ি করছে। হয়তো কোনো মাংসের উচ্ছিষ্ট আছে। শফিউল জোরে জোরে পা ফেলে হাঁটছে দুর্গন্ধের জায়গাটা তাড়াতাড়ি পার হবে। হঠাৎ সে একটা ক্ষীণ স্বরে বাচ্চার কান্না শুনতে পেল। শফিউল চমকে উঠল এদিক ওদিক তাকাল কিছু দেখতে পেল না। সে আবার হাঁটা শুরু করল এবার সে জোর গলায় বাচ্চার কান্না শুনতে পেল। আচমকা সে কুকুরের টানাটানি করা ব্যাগটার দিকে তাকাল। সে দৌড়ে গেল কুকুরগুলো সরে যাচ্ছে না।
কম দেখান