বুকশপারে আপনকে স্বাগতম !!
+88 01813769190
১৯৬৮ সালে গবেষণামূলক এবং শিশুতোষ বই প্রকাশের মধ্য দিয়ে পার্ল পাবলিকেশন্স আত্মপ্রকাশ করে। পরে ১৯৮৭ সালে কবি নির্মলেন্দু গুণের ‘১৯৮৭’ বইটি দিয়ে পার্ল পাবলিকেশন্স স্বরূপে যাত্রা শুরু করে। তারপর একের পর এক পার্ল পাবলিকেশন্স বাংলাদেশের প্রথিতযশা লেখকদের বই প্রকাশ করে এখন দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। পার্ল পাবলিকেশন্স আট শতাধিক গ্রন্থ প্রকাশ করেছে।