কেমেতের এক উঠতি লেফটেন্যান্ট বাক। অধীনদের রক্ষা করতে গিয়ে হাত তুলেছিল এক সম্ভ্রান্ত বংশীয় লােকের গায়ে। তারই শাস্তি স্বরূপ তাকে পাঠিয়ে দেয়া হলাে সীমান্তবর্তী ছাউনি তথা শহর বুহেন-এ। নির্বাসিত বাক শহরে পা রাখার পরপরই খুন হয়ে গেলেন সেনানায়ক নাখত। প্রখ্যাত খনি, রেই-এর পর্বত থেকে কেউ চুরি করছে স্বর্ণ-তা ধরতে পারার...
আরো পড়ুন
কেমেতের এক উঠতি লেফটেন্যান্ট বাক। অধীনদের রক্ষা করতে গিয়ে হাত তুলেছিল এক সম্ভ্রান্ত বংশীয় লােকের গায়ে। তারই শাস্তি স্বরূপ তাকে পাঠিয়ে দেয়া হলাে সীমান্তবর্তী ছাউনি তথা শহর বুহেন-এ। নির্বাসিত বাক শহরে পা রাখার পরপরই খুন হয়ে গেলেন সেনানায়ক নাখত। প্রখ্যাত খনি, রেই-এর পর্বত থেকে কেউ চুরি করছে স্বর্ণ-তা ধরতে পারার জন্যই কি? এদিকে বাকের সন্দেহ নাখতের কমবয়সী, বিদেশি স্ত্রী আজ্জার ওপর। অথচ ছাউনির অন্য তিন কর্মকর্তা-নেবােয়া, পেসার, মেরি এবং নাখতের দোভাষী হারমােসকেও বাদ দেওয়ার উপায় নেই।
তদন্তে নামল বাক। কিন্তু কিছু আবিষ্কার করার আগেই খুন হয়ে গেল আরও তিনজন। 'চোর তথা খুনির কাছে যেন মানুষের প্রাণের কোনাে মূল্যই নেই!
বাক কি পারবে খুনিকে পাকড়াও করতে?
প্রাচীন মিশরের প্রেক্ষাপটে লরেন হানির লেখা এই উপন্যাস আপনাকে চমকে দেবে।
কম দেখান