অন্বেষা প্রকাশন সৃজনশীল সাহিত্য বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে এই লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছে। বর্তমানে প্রবন্ধ, উপন্যাস, গল্প, কবিতা, বিজ্ঞান, নাটক, শিশু-কিশোর সাহিত্য, স্বাস্থ্য বিষয়ক রচনা, রম্য রচনা ইত্যাদি বিভিন্ন বিষয়ে গ্রন্থ প্রকাশ করছে যা বিভিন্ন শ্রেণীর পাঠকের চাহিদা পূরণে সক্ষম।
আমাদের ইতিহাস-ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বাঙালি সংস্কৃতি, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থের উপর বিশেষ মনযোগ দিয়ে আসছি।
আমরা গ্রীক মহাকাব্য থেকে শুরু করে জনপ্রিয় সায়েন্স ফিকশন পর্যন্ত আমাদের অনুবাদক্ষেত্র হিসেবে নির্বাচন করে থাকি। এছাড়া প্রতি বছর তরুণ লেখকদের গ্রন্থ প্রকাশে সুযোগ দিয়ে থাকি যেন নতুন লেখকদের মধ্য থেকেই বেরিয়ে আসে আমাদের সাহিত্যের ভবিষ্যৎ...
আরো দেখুন
অন্বেষা প্রকাশন সৃজনশীল সাহিত্য বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে এই লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছে। বর্তমানে প্রবন্ধ, উপন্যাস, গল্প, কবিতা, বিজ্ঞান, নাটক, শিশু-কিশোর সাহিত্য, স্বাস্থ্য বিষয়ক রচনা, রম্য রচনা ইত্যাদি বিভিন্ন বিষয়ে গ্রন্থ প্রকাশ করছে যা বিভিন্ন শ্রেণীর পাঠকের চাহিদা পূরণে সক্ষম।
আমাদের ইতিহাস-ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বাঙালি সংস্কৃতি, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থের উপর বিশেষ মনযোগ দিয়ে আসছি।
আমরা গ্রীক মহাকাব্য থেকে শুরু করে জনপ্রিয় সায়েন্স ফিকশন পর্যন্ত আমাদের অনুবাদক্ষেত্র হিসেবে নির্বাচন করে থাকি। এছাড়া প্রতি বছর তরুণ লেখকদের গ্রন্থ প্রকাশে সুযোগ দিয়ে থাকি যেন নতুন লেখকদের মধ্য থেকেই বেরিয়ে আসে আমাদের সাহিত্যের ভবিষ্যৎ সারথিরা।
বর্তমানে পাঠ্যসহায়ক বিভিন্ন গ্রন্থ বিশেষ করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের কাছে তাদের চাহিদা মোতাবেক গ্রন্থগুলো সরবরাহের স্বার্থে আমরা প্রকাশ করছি সমালোচনামূলক ‘রেফারেন্স’ গ্রন্থ।
অন্বেষা প্রকাশন গ্রন্থকে ব্যবসায়ের উপাদান মনে করে না বরং জাতির মনন গঠনে গ্রন্থের গুরুত্বকে প্রধান বলে বিবেচনা করে। আর এ কারণেই সর্বাধিক সংখ্যক মানসম্মত গ্রন্থ রচনার জন্য বাংলা একাডেমি কর্তৃক ‘শহীদ মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৩’ প্রদান করা হয়। এছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রেও অন্বেষার অগ্রযাত্রা রয়েছে, Australian Literature Society অন্বেষা প্রকাশনকে 'International Excellence in Creative Publishing Award 2019 for Bangladesh' প্রদান করেন।
গ্রন্থপ্রেমী সুধী মহলের পরামর্শ, উৎসাহ এবং সার্বিক সহযোগ আমাদের যাত্রাপথকে সুগম করবে।
কম দেখান