বুকশপারে আপনকে স্বাগতম !!
+88 01577230233
ভূতের প্রতি যদি অবিশ্বাস জেগে থাকে তবে ত্রৈলোক্যনাথের কথা তুলে বলি ‘এই হতভাগা দেশের লোকগুলো এমনই ইংরেজি-ভাবাপন্ন হইয়াছে যে, কাহাকেও ভূতে পাইলে কি ডাইনে খাইলে বলে কিনা হিস্টিরিয়া হইয়াছে। এ কথায় রক্তমাংসের শরীরেই রাগ হয়। ভূত দেহে তো রাগ হইবেই।’ পাঠক, তখন একটু সামলে চলাই ভালো।