বুকশপারে আপনকে স্বাগতম !!
+88 01813769190
নবযুগ প্রকাশনীর আত্মপ্রকাশ ১৯৯২ সালে। প্রকাশনার শুরু থেকে মূলত অজনপ্রিয় ধারার বই প্রকাশ করে আসছি আমরা। বিষয় বৈচিত্র্যে অভিনব এবং গবেষণাধর্মী বই প্রকাশে আমাদের আগ্রহ দুর্নিবার। এ ধরনের প্রকাশনার ক্ষেত্রে লেখকের পরিচিতির বিষয়কে প্রাধান্য দেয়া হয় না। যথাসম্ভব নির্ভুল, স্পষ্ট ছাপা, মানসম্মত কাগজ ব্যবহার এবং মজবুত বাঁধাইয়ের সমন্বয়ে, মানসম্পন্ন বই প্রকাশ করার বিষয়ে আমরা সচেষ্ট। ভারতের বাংলা ভাষাভাষী পাঠকের কাছেও আমাদের প্রকাশিত বইগুলো উত্তরোত্তর সমাদৃত। লেখক, পাঠক এবং প্রকাশকদের প্রাণের মেলা “বাংলাদেশ বইমেলা কলকাতা”। এই মেলাকে সাফল্যমÐিত করতে শ্রম ও মেধার সমন্বয় ঘটিয়ে যারা প্রতিনিয়ত প্রচেষ্টারত তাদেরকে অশেষ ধন্যবাদ। সম্মানিত লেখক, পাঠক, বিক্রেতা এবং শুভানুধ্যায়ীর সহযোগিতায় আমরা এগিয়ে যাব অভীষ্ট... আরো দেখুন