বাংলা ভাষা ও সাহিত্যেকে মন-প্রাণ-অস্তিত্বে ধারণ করে যারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, নিরবে-নিভৃতে যারা ভালো লিখছেন কিন্তু নানা প্রতিবন্ধকতায় নিজেকে প্রকাশ করতে পারছেন না, অথচ এসব মেধাবী তরুণ লেখক যারা আগামীদিনের বাংলা সাহিত্যকে ছড়িয়ে দিতে পারে বিশ্বমঞ্চে, সেইসব তরুণের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে পরিবার পাবলিকেশন্স নিয়মিত আয়োজন করছে ‘তারুণ্যের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করে যাচ্ছে।
‘পরিবার’-এর গল্পটা বেশি পুরনো নয়। নন্দিত কথাসাহিত্যিক সেলিনা হোসেন-এর সম্পাদনায় ‘পরিবার’ সাহিত্য পত্রিকা দিয়ে পথচলা শুরু। তারপর সবার ভালোবাসা আর সাহচর্যে পথচলা শুরু। অর্ধযুগের পদচারণা গুণতে গিয়ে দেখি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে ৩ শতাধিক বই। নবীন অভিজ্ঞতার অভাবে কোয়ান্টিটির তৃপ্তিতে মুখরিত সময় পেরিয়ে...
আরো দেখুন
বাংলা ভাষা ও সাহিত্যেকে মন-প্রাণ-অস্তিত্বে ধারণ করে যারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, নিরবে-নিভৃতে যারা ভালো লিখছেন কিন্তু নানা প্রতিবন্ধকতায় নিজেকে প্রকাশ করতে পারছেন না, অথচ এসব মেধাবী তরুণ লেখক যারা আগামীদিনের বাংলা সাহিত্যকে ছড়িয়ে দিতে পারে বিশ্বমঞ্চে, সেইসব তরুণের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে পরিবার পাবলিকেশন্স নিয়মিত আয়োজন করছে ‘তারুণ্যের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করে যাচ্ছে।
‘পরিবার’-এর গল্পটা বেশি পুরনো নয়। নন্দিত কথাসাহিত্যিক সেলিনা হোসেন-এর সম্পাদনায় ‘পরিবার’ সাহিত্য পত্রিকা দিয়ে পথচলা শুরু। তারপর সবার ভালোবাসা আর সাহচর্যে পথচলা শুরু। অর্ধযুগের পদচারণা গুণতে গিয়ে দেখি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে ৩ শতাধিক বই। নবীন অভিজ্ঞতার অভাবে কোয়ান্টিটির তৃপ্তিতে মুখরিত সময় পেরিয়ে এখন নজর কোয়ালিটির দিকে। সেজন্যই হয়তো পরিবার-কে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টার পালে প্রতিনিয়ত হাওয়া যুগিয়ে যাচ্ছে লেখক-পাঠকের ভালোবাসা।
‘বেইজিং ইন্টারন্যাশনাল বুকফেয়ার’ দিয়ে আন্তর্জাতিক যাত্রা শুরু। ইতিমধ্যে চীনের বিখ্যাত ৭টি প্রতিষ্ঠানের সাথে ১১টি প্রকাশনার কাজ চলমান। এছাড়াও একাধিক আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে যৌথ-প্রকাশনা কার্যক্রমের।
বইয়ের প্রতি মানুষের সংস্পর্শ বাড়াতে নিয়েছি একাধিক কার্যকর উদ্যোগ। সারাদেশের আনাচকানাচে সহজেই বই পৌঁছে দিতে আমরা শুরু করেছি ই-কমার্স প্রতিষ্ঠান বইকিনিডটকম। আগামীর প্রজন্মকে বইমুখী করতে নিয়মিত অংশগ্রহণ করছি স্কুল বইমেলাসহ অন্যান্য কার্যক্রমে। শিশুশিক্ষা উপকরণ সময়োপযোগী করতে কাজ করছে শিশুশিক্ষায় বিশেষজ্ঞ টিম। শিশুদের জন্য আমরা গড়েছি ‘আনন্দমেলা’ নামের স্বতন্ত্র ইউনিট। অচিরেই নিয়মিত প্রকাশিত হবে শিশুতোষ মাসিক পত্রিকা।
কম দেখান