প্রথমে পত্রিকায় দুর্ঘটনার খবরগুলােতে চোখ বােলান মিসেস ডেনভার, তারপর চলে যান রাশিচক্রে। ভয়ে ভয়ে রইল ওয়াসিম। মিসেস ডেনভারের সম্পর্কে কুখ্যাতি আছে, তিনি মানুষকে ভূত বানিয়ে ফেলেন। তবে নিরাপদেই বেরিয়ে এল ওয়াসিম। এত ভােরে দোকানপাট সব বন্ধ। হঠাৎ দেখে একটা সতেরাে ফুট লম্বা কুৎসিত পুঁয়াপােকা। মুখটা মানুষের, শরীরটা খুঁয়াপােকার। ওয়াসিমকে দেখে...
আরো পড়ুন
প্রথমে পত্রিকায় দুর্ঘটনার খবরগুলােতে চোখ বােলান মিসেস ডেনভার, তারপর চলে যান রাশিচক্রে। ভয়ে ভয়ে রইল ওয়াসিম। মিসেস ডেনভারের সম্পর্কে কুখ্যাতি আছে, তিনি মানুষকে ভূত বানিয়ে ফেলেন। তবে নিরাপদেই বেরিয়ে এল ওয়াসিম। এত ভােরে দোকানপাট সব বন্ধ। হঠাৎ দেখে একটা সতেরাে ফুট লম্বা কুৎসিত পুঁয়াপােকা। মুখটা মানুষের, শরীরটা খুঁয়াপােকার। ওয়াসিমকে দেখে হাসি ফুটল মুখে। লাল টকটকে জিভ দিয়ে ঠোট চাটল। লালা ঝরিয়ে, ভয়াবহ দাঁত বের করে শুয়াপােকার মত কিলবিল করে ওকে খেতে ছুটে এল। স্তব্ধ হয়ে গেল ওয়াসিম। ভূত যে এমন হতে পারে, দুঃস্বপ্নেও কল্পনা করেনি কখনও।
কম দেখান