দমকা হাওয়ায় ঘরের জানালার পাল্লা দুটো একে অপরের সংস্পর্শে এসে ধাক্কা খেয়ে ঠক-ঠক শব্দ করছে।
তন্দ্রাচ্ছন্ন মারুফের ঘুম ভেঙ্গে গেল। আড়মোড়া ভেঙ্গে ধীর পায়ে সে এগিয়ে যায় জানালার দিকে, জানালা খুলতেই দেখতে পেল সেদিনের সেই মেয়েটি আবার দাঁড়িয়ে আছে ওর জানালা থেকে একটু দূরে।
মলিন শাড়ি পড়া মেয়েটি মারুফকে দেখে হাত নাড়তে...
আরো পড়ুন
দমকা হাওয়ায় ঘরের জানালার পাল্লা দুটো একে অপরের সংস্পর্শে এসে ধাক্কা খেয়ে ঠক-ঠক শব্দ করছে।
তন্দ্রাচ্ছন্ন মারুফের ঘুম ভেঙ্গে গেল। আড়মোড়া ভেঙ্গে ধীর পায়ে সে এগিয়ে যায় জানালার দিকে, জানালা খুলতেই দেখতে পেল সেদিনের সেই মেয়েটি আবার দাঁড়িয়ে আছে ওর জানালা থেকে একটু দূরে।
মলিন শাড়ি পড়া মেয়েটি মারুফকে দেখে হাত নাড়তে থাকে। ঠিক ওমনি দরজা খুলে মারুফ ছুটে বের হয়ে গেলো মেয়েটিকে ধরার জন্য, কাছে যেতে যেতেই সে দেখলো হাওয়ায় মিলিয়ে যাচ্ছে মেয়েটি আর ভেসে আসছে ওর আকুতি ভরা কন্ঠ,
"ভাইয়া আমাকে বাঁচান, আমি আটকে আছি একটা অন্ধকার ঘরে। আমাকে বাঁচান।"
মারুফ মেয়েটির কথা বুঝতে পারে না।
মেয়েটি আসলে কে? মারুফের কাছেই বা সাহায্য চায়ছে কেন?
কোনো এক অজানা বিপদের আশঙ্কায় মারুফের মনে সঙ্কা জাগে। মাঝরাতে এসব সে কি দেখছে? ভূত-প্রেত নয়তো?
নাকি হ্যালুসিনেশন? নাকি অন্যকিছু?
কম দেখান