বয়সে দুবছরের ছোটো জিতুকে সাথে নিয়ে অমানবিক নির্যাতনে অসুস্থ রাফিদকে দেখতে যাচ্ছে আলিশা চৌধুরী। তাদের রিকশা শ্মশানের পাশ দিয়ে যেতেই জিতু বলল, “ভেতরে যাবে নাকি?” আলিশা জবাব দিলো, “আমাকে যেতে হলে যে তোমাকেও যেতে হবে।”
এই শ্মশানের চিতার পাশেই কিছুদিন পরপর লাশের সন্ধান মিলে, তবে মিলে না খুনির সন্ধান। মতিনের...
আরো পড়ুন
বয়সে দুবছরের ছোটো জিতুকে সাথে নিয়ে অমানবিক নির্যাতনে অসুস্থ রাফিদকে দেখতে যাচ্ছে আলিশা চৌধুরী। তাদের রিকশা শ্মশানের পাশ দিয়ে যেতেই জিতু বলল, “ভেতরে যাবে নাকি?” আলিশা জবাব দিলো, “আমাকে যেতে হলে যে তোমাকেও যেতে হবে।”
এই শ্মশানের চিতার পাশেই কিছুদিন পরপর লাশের সন্ধান মিলে, তবে মিলে না খুনির সন্ধান। মতিনের ব্যক্তিগত আস্তানায় কুড়িয়ে পাওয়া মানিব্যাগ হাতে মিল্টন চৌধুরী তাকিয়ে আছেন পোকা আসলামের বাড়ির ড্রয়িংরুমের দেওয়ালে ঝোলানো ফটোফ্রেমের দিকে।
গল্পটা এখানেই! মোহ- অপরাধ রাজ্যের ক্ষমতা দখলের, নারী হৃদয়ের নিয়ন্ত্রণ লাভের।
কম দেখান