ভারতে মুসলিম শাসকদের আমলে শুধু যুদ্ধ-বিগ্রহ ঘটেনি; বরং তাদের সময়ে সহিষ্ণুতা, উদারতা ও মানবপ্রীতির ঘটনাও ঘটেছে। কিছু ঐতিহাসিক এমনও রয়েছেন যারা কিছু মুসলিম শাসকদের অত্যাচারকে তাদের ব্যক্তিগত কার্যকলাপ রূপে মনে করেন না; বরং সেটাকে ইসলামী শিক্ষার সাথে সংযুক্ত করে দিতে পারলে আনন্দিত হয়। তবে এই ধরনের লেখালেখি ঐতিহাসিক সত্যতার পরিবর্তে...
আরো পড়ুন
ভারতে মুসলিম শাসকদের আমলে শুধু যুদ্ধ-বিগ্রহ ঘটেনি; বরং তাদের সময়ে সহিষ্ণুতা, উদারতা ও মানবপ্রীতির ঘটনাও ঘটেছে। কিছু ঐতিহাসিক এমনও রয়েছেন যারা কিছু মুসলিম শাসকদের অত্যাচারকে তাদের ব্যক্তিগত কার্যকলাপ রূপে মনে করেন না; বরং সেটাকে ইসলামী শিক্ষার সাথে সংযুক্ত করে দিতে পারলে আনন্দিত হয়। তবে এই ধরনের লেখালেখি ঐতিহাসিক সত্যতার পরিবর্তে রাজনৈতিক স্বার্থসিদ্ধি ও ধর্মীয় অসহিষ্ণুতার উপর ভিত্তি করে রচিত ও অগ্রসর হয়।
মুসলিম শাসকদের উদারতা ও সহিষ্ণুতার কথা প্রায় প্রচারই করা হয় না। এই গ্রন্থে তাই কেবল ভারতীয় মুসলিম শাসকদের উদারতা ও সহিষ্ণুতার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে। এটা মুসলিম শাসকদের প্রশংসার ইতিবৃত্ত নয়, বরং তাদের বিরুদ্ধে বদ্ধমূল ও ভ্রান্ত ধারণা নিরসন করা এর উদ্দেশ্য। যাতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ জাগ্রত হয়। সাম্প্রদায়িক বিচ্ছিন্নতার উপরে উঠে মিলন ও ঐক্যের সুর বেজে ওঠে। আর এটা সম্ভব হলে মানুষে মানুষে ঘৃণ্য হানাহানির অবসান হবে বলে আমাদের আশা। আমাদের দেশ তথা বিশ্বব্যাপী সমৃদ্ধি ও শান্তির পরিবেশ বিরাজ করবে। যা মানবসভ্যতার জন্য একান্ত কাম্য।
কম দেখান