সভ্যতার অমূল্য সম্পদ বইকে মানুষের হাতে হাতে পৌঁছে দেয়ার লক্ষ্যে ‘চেতনার শিল্পিত প্রকাশ’ এই স্লোগানকে ধারণ করে দেশের অন্যতম সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘রোদেলা’র যাত্রারম্ভ ২০০৭ সালে। দেশবরেণ্য প্রবীণ ও নবীন লেখকদের মাত্র বিশটি সৃজনশীল বই প্রকাশের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। প্রকাশনা জগতে নবীন হলেও প্রতিষ্ঠানটি এখন লেখক-পাঠকদের মধ্যে সেতুবন্ধনরূপে একটা গুরুত্বপূর্ণ স্থান অর্জন করে নিতে সমর্থ হয়েছে। এরই মধ্যে আমরা প্রকাশ করেছি দেশের প্রথম সারির কবি, ঔপন্যাসিক, সাধক, গবেষক ও প্রাবন্ধিকদের গুরুত্বপূর্ণ বেশ কিছু সাড়া জাগানো বই। প্রকাশ করেছি অনুবাদসহ বিশ্বসাহিত্যের সেরা কিছু বইও। শুধু প্রবীণেরাই নন, রোদেলা প্রকাশনীর মাধ্যমে গত কয়েক বছরে উঠে এসেছে একঝাঁক তরুণ লেখক...
আরো দেখুন
সভ্যতার অমূল্য সম্পদ বইকে মানুষের হাতে হাতে পৌঁছে দেয়ার লক্ষ্যে ‘চেতনার শিল্পিত প্রকাশ’ এই স্লোগানকে ধারণ করে দেশের অন্যতম সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘রোদেলা’র যাত্রারম্ভ ২০০৭ সালে। দেশবরেণ্য প্রবীণ ও নবীন লেখকদের মাত্র বিশটি সৃজনশীল বই প্রকাশের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। প্রকাশনা জগতে নবীন হলেও প্রতিষ্ঠানটি এখন লেখক-পাঠকদের মধ্যে সেতুবন্ধনরূপে একটা গুরুত্বপূর্ণ স্থান অর্জন করে নিতে সমর্থ হয়েছে। এরই মধ্যে আমরা প্রকাশ করেছি দেশের প্রথম সারির কবি, ঔপন্যাসিক, সাধক, গবেষক ও প্রাবন্ধিকদের গুরুত্বপূর্ণ বেশ কিছু সাড়া জাগানো বই। প্রকাশ করেছি অনুবাদসহ বিশ্বসাহিত্যের সেরা কিছু বইও। শুধু প্রবীণেরাই নন, রোদেলা প্রকাশনীর মাধ্যমে গত কয়েক বছরে উঠে এসেছে একঝাঁক তরুণ লেখক যাঁরা বর্তমানে দেশের লেখালেখির জগতে নেতৃত্ব দিচ্ছেন। তাই আমরা অনায়াসে বলতে পারি, রোদেলা নবীন-প্রবীণ লেখক এবং পাঠকের সম্মিলন কেন্দ্র।
আমাদের উদ্দেশ্য, এ দেশের নতুন প্রজন্মকে বইপাঠে উৎসাহী করে গড়ে তোলা। এ জন্য আমরা সবসময় শতভাগ সেবার মানসিকতা পোষণ করি। একই সঙ্গে পেশাদারিত্বকেও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকি।
প্রকাশনা জগতের নানা সীমাবদ্ধতা, সমস্যা ও সঙ্কটকে উজিয়ে আমরা চেষ্টা করি পাঠকদের হাতে ভালো বইটি তুলে দিতে। আমাদের নিজস্ব সম্পাদকমন্ডলী প্রথমে বিবেচনা করেন বইটি প্রকাশের যোগ্য কি না। তাঁদের চ‚ড়ান্ত মতামতের ভিত্তিতেই প্রকাশের জন্য পান্ডুলিপি নির্বাচন করা হয়। লেখালেখির নামে নগ্ন বাণিজ্যকে রোদেলা কখনোই প্রশ্রয় দেয় না। আমরা বিশ্বাস করি, নান্দনিক পথচলার কারণেই লেখক-পাঠক সব সময় আমাদের সঙ্গে থাকবেন।
শত প্রতিক‚লতা ডিঙিয়ে রোদেলা এগিয়ে যাবে তার কাক্সিক্ষত লক্ষের দিকে সগৌরবে বহুদূর।
কম দেখান