হঠাৎ আকাশ থেকে নেমে আসেন ভাগ্যের দেবতা। ধবধবে সাদা তার চুল-দাড়ি। মুখের চামড়া ভাঁজ খাওয়া। কারমার পরিশ্রম আর চেষ্টা দেখে তিনি মুচকি হাসেন। তাকে দেখে কারমাও বুঝে যায় সব। বিনীতভাবে নিজের ভুলের কথা অকপটে স্বীকার করে ক্ষমা চায়। ভাগ্যদেবতা তখন খুশি হন। কারমাকে হাত তুলে আশীর্বাদ করেন। অতঃপর আকাশের শূন্যতায়...
আরো পড়ুন
হঠাৎ আকাশ থেকে নেমে আসেন ভাগ্যের দেবতা। ধবধবে সাদা তার চুল-দাড়ি। মুখের চামড়া ভাঁজ খাওয়া। কারমার পরিশ্রম আর চেষ্টা দেখে তিনি মুচকি হাসেন। তাকে দেখে কারমাও বুঝে যায় সব। বিনীতভাবে নিজের ভুলের কথা অকপটে স্বীকার করে ক্ষমা চায়। ভাগ্যদেবতা তখন খুশি হন। কারমাকে হাত তুলে আশীর্বাদ করেন। অতঃপর আকাশের শূন্যতায় মিলিয়ে যান। কী ভুল করেছিল কারমা? তার ভাগ্যে এরপর কী ঘটল? পড়ে দেখো আদিবাসী এই গল্পটি।
কম দেখান