বুকশপারে আপনাকে স্বাগতম!!
+88 01577230233
সোমেশ্বরীর পিঠ বেয়ে যেন একটা নদী বয়ে যায়। নদীটা মৌনীর শীর্ণ শরীরে গিয়ে মেশে। পানির ধারা নেমে মৌনীর কালো পানিকে ঠেলে নিয়ে যায়, যেন একটা পাহাড় বেয়ে ঝরনা নামছে। মৌনী পুনর্জন্ম পায়। সোমেশ্বরীকে কোথাও দেখা যায় না আর। মানুষেরা বলে, নদীর মতো মেয়েটি এখন নদী হয়ে গেছে।আসলেই কি তাই!