একজন কবির যতটুকুন আনন্দ, সে সব তাঁর কবিতাকে ঘিরেই। আর সেই কবিতা যখন পাণ্ডুলিপিতে জায়গা করে নেয় এবং কাগজের পৃষ্ঠায় শোভা পেয়ে বই আকারে প্রকাশিত হয় তখন কবির আনন্দ পৌঁছে যায় হৃদয়ের চূড়ান্ত পর্যায়। ঠিক তেমনি ভাবেই আমাকে এ আনন্দ উপভোগের সুযোগ করে দিয়েছেন, কবি ‘রাইসুল ইসলাম’ ভাই। তাঁর এই...
আরো পড়ুন
একজন কবির যতটুকুন আনন্দ, সে সব তাঁর কবিতাকে ঘিরেই। আর সেই কবিতা যখন পাণ্ডুলিপিতে জায়গা করে নেয় এবং কাগজের পৃষ্ঠায় শোভা পেয়ে বই আকারে প্রকাশিত হয় তখন কবির আনন্দ পৌঁছে যায় হৃদয়ের চূড়ান্ত পর্যায়। ঠিক তেমনি ভাবেই আমাকে এ আনন্দ উপভোগের সুযোগ করে দিয়েছেন, কবি ‘রাইসুল ইসলাম’ ভাই। তাঁর এই মহানুভবতার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এছাড়া-ও পাণ্ডুলিপি গোছানো থেকে শুরু করে পরিবর্তন, পরিমার্জন সহ বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে গেছেন কবি ‘পিয়াস মজিদ’ ভাই ও কবি ‘শঙ্খচূড় ইমাম’ ভাই। তাদের কাছেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং প্রকাশক ‘আল-আমিন’ ভাই দায়িত্ব নিয়ে বই প্রকাশের কাজ করেছেন। তাকেও কৃতজ্ঞতার কমতি রাখছি না।
- মাহদী মল্লিক
কম দেখান