কবি একদা আত্মপক্ষ প্রচার করতে গিয়ে তিনি জানিয়েছেন এই সুবিশাল জনপদে দ্রাবিড়ার দেখা তিনি পেয়েছেন বহুবার, কিন্তু স্পর্শাতীত রয়ে গেছে সেই দর্শন। সেই দ্রাবিড়াই হয়ে ওঠে আগুনে পোড়া এক মোহান্ধ মৃন্ময়ী। মানসপ্রতিমার এই যে রূপান্তর কবি লক্ষ করেন, তাঁর মধ্য দিয়ে শংকর বাঙালি তামাটে জাতির অস্তিত্ব প্রমাণিত হয়। কবির দর্শন...
আরো পড়ুন
কবি একদা আত্মপক্ষ প্রচার করতে গিয়ে তিনি জানিয়েছেন এই সুবিশাল জনপদে দ্রাবিড়ার দেখা তিনি পেয়েছেন বহুবার, কিন্তু স্পর্শাতীত রয়ে গেছে সেই দর্শন। সেই দ্রাবিড়াই হয়ে ওঠে আগুনে পোড়া এক মোহান্ধ মৃন্ময়ী। মানসপ্রতিমার এই যে রূপান্তর কবি লক্ষ করেন, তাঁর মধ্য দিয়ে শংকর বাঙালি তামাটে জাতির অস্তিত্ব প্রমাণিত হয়। কবির দর্শন ‘মিলনই সত্য, মিলনই ধ্রুব’ জেনেও কবি অমিলনের আগুনে পুড়ছেন। আর তাই তাঁর হাতে ফুটে চলছে কবিতার অদৃশ্য বাগান। কবি বিশ্বাস করেন অজস্র তামাটে মানুষের উত্থানে। কবির আরও বিশ্বাস ‘মানবতা একদিন সম—স্বার্থে সমুত্থিত হবেই’। এভাবে জাতিসত্তার কবি হয়ে ওঠেন, বাঙালির জাতিসত্তার কবি, সর্বজাতিসত্তার কবি, তথা সর্বমানবতার কবি।
কিন্তু কবি মুহম্মদ নূরুল হুদার বাঙালি জাতিসত্তার পরিচয়—সন্ধান করতে করতে বিশ্ব মানবসত্তার সন্ধানও করেছেন। তিনি এখন বিশ্ব মানবসত্তার কবি। এরকম কিছু কবিতা সংকলিত হলো এই গ্রন্থে। আশা করি পাঠক এই সংকলন থেকে জাতীয় পরিসরের শীর্ষে থাকা কবি এখন বিশ্বপরিসরে অনুভব করার সুযোগ পাবেন।
কম দেখান