বুকশপারে আপনাকে স্বাগতম!!
+88 01577230233
মাঝে মাঝে তুমি উঠে আসো ভাবনার চোরা গলি দিয়ে। কোনোভাবে বেঁধে রাখা যায় না নিজেকে, যতই নিজেকে বোঝাই না কেন, তখন নিজেকে হত্যা করি, নিজের আঙুলগুলো কেটে ফেলি, চোখ অন্ধ করে দিই, মনের দুয়ার তবু খুলে যায়, বাঁধ ভাঙা জোয়ারের মতো।