তবুও অপেক্ষায় থাকে, মানুষ তার আপনজনকে কাছে পেতে। অপেক্ষায় থাকে একটু ভালোলাগা, একটু আবেগ, একটু স্পর্শের জন্য। আলিফ অপেক্ষায় থাকে, বাবা কখন ফিরে আসবে। বাবা ফিরে আসুক পৃথিবীর সৌন্দর্যের কাছে, নিজ আঙিনায়, আপন সন্তানদের কাছে। অপেক্ষায় থাকে বুকে জড়িয়ে ধরে বাবাকে 'বাবা' বলে ডাকতে। বহু বছরের জমাটবাঁধা কষ্ট পেরিয়ে তবুও...
আরো পড়ুন
তবুও অপেক্ষায় থাকে, মানুষ তার আপনজনকে কাছে পেতে। অপেক্ষায় থাকে একটু ভালোলাগা, একটু আবেগ, একটু স্পর্শের জন্য। আলিফ অপেক্ষায় থাকে, বাবা কখন ফিরে আসবে। বাবা ফিরে আসুক পৃথিবীর সৌন্দর্যের কাছে, নিজ আঙিনায়, আপন সন্তানদের কাছে। অপেক্ষায় থাকে বুকে জড়িয়ে ধরে বাবাকে 'বাবা' বলে ডাকতে। বহু বছরের জমাটবাঁধা কষ্ট পেরিয়ে তবুও অপেক্ষা থাকে ফিরে যেতে নিজ বাবার বুকে। তবুও আশা অপেক্ষায় থাকে, নিজ পা দুটোয় ভর করে একবার দাঁড়িয়ে দেখতে কত সুখ সেখানে। অপেক্ষা থাকে কখন আলিফকে বলতে পারবে তুমি যাকে খোঁজো, সে আমি। তবুও অপেক্ষায় থাকে, শিশির ভেজা সকালে খালি পায়ে হাঁটতে দুজন দুজনার হাত ধরে। কখন গোলাপের পাপড়ি খসে মাথায় পড়বে, তাও অপেক্ষা থাকে। অপেক্ষা থাকে, একটা বেলি ফুলের মালা কখন ওর খোঁপায় উঠবে। অপেক্ষা থাকে, একটি লাল বেনারসি শাড়ি আর লাল কাচের চুড়ির। তবুও অপেক্ষায়
কম দেখান