বুকশপারে আপনকে স্বাগতম !!
+88 01577230233
গাসান ফয়েজ কানাফানি ছিলেন একজন বিশিষ্ট ফিলিস্তিনি লেখক, যাকে তার প্রজন্মের একজন নেতৃস্থানীয় ঔপন্যাসিক এবং আরব বিশ্বের অন্যতম প্রধান ফিলিস্তিনি লেখক হিসেবে বিবেচনা করা হয়। কানাফানির কাজ 17টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। কানাফানি 1936 সালে বাধ্যতামূলক প্যালেস্টাইনের একরে জন্মগ্রহণ করেন।