এক দিকে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে নীল, একই হাসপাতালের আরেক বেডে মুমূর্র্ষ অবস্থায় শুয়ে আছে প্রেমা। বাঁচতে হলে জরুরি রক্ত প্রয়োজন, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না রক্ত। নীলের রক্তের গ্রপের সাথে মিলে; কিন্তু অসুস্থ নীল কি রক্ত দিয়ে বাঁচাতে পারবে তার প্রেমাঞ্জলিকে? শেষ পর্যন্ত লাশ হয়ে গ্রামে ফিরে যায় কেউ...
আরো পড়ুন
এক দিকে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে নীল, একই হাসপাতালের আরেক বেডে মুমূর্র্ষ অবস্থায় শুয়ে আছে প্রেমা। বাঁচতে হলে জরুরি রক্ত প্রয়োজন, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না রক্ত। নীলের রক্তের গ্রপের সাথে মিলে; কিন্তু অসুস্থ নীল কি রক্ত দিয়ে বাঁচাতে পারবে তার প্রেমাঞ্জলিকে? শেষ পর্যন্ত লাশ হয়ে গ্রামে ফিরে যায় কেউ একজন, কিন্তু কে সে? এক সময় আকাশ থেকে ফোটা ফোটা নীল মেঘ ঝরে পড়ে, শান্ত হয় দুরন্ত পৃথিবী, ক্লান্ত হয় খিরুর তীর ভাঙা ঢেউ! দুফোঁটা অশ্রুতে ভিজে যায় কোনো এক সমাধি! পাথরচাপা কষ্ট নিয়ে কেউ একজন দাঁড়িয়ে থাকে সমাধির পাশে, চোখের জল মুছতে মুছতে কেউ ফিরে যায় ব্যর্থ মনোরথে! এক সময় সমাধির বুকে জন্ম নেয় নরম দূর্বাঘাস! শিশিরবিন্দু জমা হয় সেই দূর্বাঘাসের শীষে! তবে কী এখানেই থেমে গেল প্রেমাঞ্জলি! নাকি দূর্বাঘাসে শিশিরবিন্দু হয়ে রয়ে গেল অনন্তকাল? এমন মনোমুগ্ধ প্রেমের উপন্যাস প্রেমাঞ্জলি।
কম দেখান