কবি শাহনাজ পারভীন মিতা যাপিত জীবনের নানান অনুষঙ্গ তাঁর কাব্যগ্রন্থ অনুরণন ঝরা পাতার প্রতিটি কবিতায় মূর্ত করে তুলে আনার চেষ্টা করেছেন। তাঁর কবিতায় যেমন প্রেমের সিম্ফনি অনুরণিত হতে দেখা যায়, পাশাপাশি দ্রোহ, শ্রেণিবৈষম্যের বিরুদ্ধে তীব্র ঘৃণার বিচ্ছুরণ কবিতায় প্রতিভাত হয়। অনুরণন ঝরা পাতার কবিতায় যেমনটি বলেছেন- ঝরা পাতার গান শুনব,...
আরো পড়ুন
কবি শাহনাজ পারভীন মিতা যাপিত জীবনের নানান অনুষঙ্গ তাঁর কাব্যগ্রন্থ অনুরণন ঝরা পাতার প্রতিটি কবিতায় মূর্ত করে তুলে আনার চেষ্টা করেছেন। তাঁর কবিতায় যেমন প্রেমের সিম্ফনি অনুরণিত হতে দেখা যায়, পাশাপাশি দ্রোহ, শ্রেণিবৈষম্যের বিরুদ্ধে তীব্র ঘৃণার বিচ্ছুরণ কবিতায় প্রতিভাত হয়। অনুরণন ঝরা পাতার কবিতায় যেমনটি বলেছেন- ঝরা পাতার গান শুনব, নিঃসীম পথ হাঁটি/ ঝুম বৃষ্টিতে অনুভব কষ্টের অনুরণন নিরবধি। এই যে ঝরা পাতার গান-এখানে একটি বৃক্ষ তার আয়ুষ্কালে কত অজস্র পাতা ঝরিয়েছে, তার কি কোনো ইয়ত্তা আছে। এই ঝরা পাতার মর্মর ধ্বনি কবিকে কাছে টানে, তিনি ঝুম বৃষ্টির ভেতর দিয়ে জীবনের না-পাওয়ার বেদনার অনুরণন সুরে সুরে শোকগাথার কথামালা তৈরি করতে চান। পরক্ষণেই তিনি বলেছেন- সেখানে উড়ে আসে প্রেম মুক্ত পাখির ডানায়.../ আমি খুঁজে ফিরি অবেলায় সেই মুখ তোমায়/ চুপিচুপি নিরবে এসে দাঁড়ায় কে ছুঁয়ে আমায়। এই যে নস্টালজিয়া কবিকে তাড়া করে তারই অনুরণন কবির ভেতর-বাহির আচ্ছন্ন করে রাখে। চমৎকার ব্যঞ্জনায় প্রেমময় তাঁর প্রতিটি কবিতা, যা পাঠককে মুগ্ধ করবেই।
কম দেখান