হাই ওয়ে ৪০১ থেকে ইয়ং স্ট্রিটে এক্সিট নিয়েছি। গাড়ির গতি ৫০ কিলোমিটার এর নিচে। বাঁয়ের লেইনে চলে এলাম। ইয়ং-শেপার্ড ইন্টারসেকশান। আমি বাঁয়ে যাবো। কাজ থেকে বাড়ি ফিরছি। ডান দিকে চোখ যেতেই দেখি একদম ডানের লেইনে শারমিনকে। ড্রাইভিং সিটে। কোন রকম ভুল নয়। সেই মুখ। সেই চোখ। সেই চুল। হাঁ, শারমিনই।
কিন্তু...
আরো পড়ুন
হাই ওয়ে ৪০১ থেকে ইয়ং স্ট্রিটে এক্সিট নিয়েছি। গাড়ির গতি ৫০ কিলোমিটার এর নিচে। বাঁয়ের লেইনে চলে এলাম। ইয়ং-শেপার্ড ইন্টারসেকশান। আমি বাঁয়ে যাবো। কাজ থেকে বাড়ি ফিরছি। ডান দিকে চোখ যেতেই দেখি একদম ডানের লেইনে শারমিনকে। ড্রাইভিং সিটে। কোন রকম ভুল নয়। সেই মুখ। সেই চোখ। সেই চুল। হাঁ, শারমিনই।
কিন্তু এ যে অসম্ভব! স্বাধীনতা যুদ্ধে ওর বাবা রাজারবাগ পুলিশ লাইনে যুদ্ধ করতে করতে শহীদ হন। ওদের পুরো পরিবারকে পাকিস্তানি হানাদাররা নৃশংস ভাবে হত্যা করে। আধুনিক টেকনোলজি। অবজেক্ট এর এক্সট্রিম কাছে এলে স্ক্রিনে প্রথম লাল বর্ডার আসবে। আরও বেশি কাছে এলে বিপ বিপ এলার্ম বেজে ওঠার সাথে সাথে চোখ না সরিয়েই পা চলে গেলো ব্রেক প্যাডে। সামনে তাকিয়ে আরও পুশ। বেশ শব্দ করেই থামাতে পারলাম গাড়ি। সবার সাথে দেখলাম, শারমিনও তাকালো ঘাড় ঘুরিয়ে।
কম দেখান