রুনুর মনটা ভীষণ খারাপ। চোখ ভিজে আসছে। কিন্তু কাছের মানুষের সামনে কাঁদতে চায় না রুনু। কাছের মানুষ যাতে ভেজা চোখ না দেখতে পায় সেজন্য অন্যদিকে তাকাল। একটা চিল উড়ে চলল আকাশের ঠিকানায়। রুনু বড় করে নিঃশ্বাস ফেলল। ওর বুকের ভেতরটা কেমন করছে।
রুনুর খালাত ভাই শহীদ আজ রাতে মুক্তিযুদ্ধে চলে যাবে।...
আরো পড়ুন
রুনুর মনটা ভীষণ খারাপ। চোখ ভিজে আসছে। কিন্তু কাছের মানুষের সামনে কাঁদতে চায় না রুনু। কাছের মানুষ যাতে ভেজা চোখ না দেখতে পায় সেজন্য অন্যদিকে তাকাল। একটা চিল উড়ে চলল আকাশের ঠিকানায়। রুনু বড় করে নিঃশ্বাস ফেলল। ওর বুকের ভেতরটা কেমন করছে।
রুনুর খালাত ভাই শহীদ আজ রাতে মুক্তিযুদ্ধে চলে যাবে। সেজন্যই মনটা এতো খারাপ। অন্যদিন হলে শহীদ ভাইর সঙ্গে কতো কী নিয়ে গল্প করত! কিন্তু আজ সমস্ত খারাপলাগা ভর করেছে রুনুর জীবনে। রুনুর আজ চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কিন্তু পারছে না শহীদ ভাই তখন কষ্ট পাবেন।
কাঁপা কাঁপা গলায় রুনু বলল, আমার কথা কি আপনার মনে থাকবে শহীদ ভাই? ভুলে যাবেন না তো আমাকে? বলুন, আমার কথা আপনার মনে থাকবে?
কম দেখান