বুকশপারে আপনাকে স্বাগতম!!
+88 01577230233
জানালায় চোখ রেখেছি। রূপালি ডানা ভাসছে নরম আলোর চিকন চিকন আদরে। আবার স্পষ্ট হয়ে উঠছে দালান কোঠা, চিমনির ধোঁয়া, ফসলের ক্ষেত, নীলাভ পাহাড়, ঝলমলে জলস্রোত। মিহি নদী চওড়া হচ্ছে। ঢেউগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। এক ধরনের নৌকা, যার সঙ্গে আমাদের বুড়িগঙ্গার নৌকার তেমন মিল নেই।