মুক্তিযুদ্ধের সময় ছোট ছিলাম। যুদ্ধের শেষ দিকে, যেখানে থাকতাম সেখানকার একটা ঘটনা; হঠাৎ ভোররাতে খবর আসল মিলিটারি ক্যাম্প থেকে আর্মিরা পালাচ্ছে। বাড়ির অতি উৎসাহী মধ্যবয়স্ক আমানউল্লাহ ছুটলো থানার দিকে, ওখানেই ক্যাম্প ছিল। কি মনে করে আমিও ছুটলাম তার পিছু পিছু। থানার ভিতরে ঢুকে দেখি খাঁ খাঁ করছে, চারদিকে...
আরো পড়ুন
মুক্তিযুদ্ধের সময় ছোট ছিলাম। যুদ্ধের শেষ দিকে, যেখানে থাকতাম সেখানকার একটা ঘটনা; হঠাৎ ভোররাতে খবর আসল মিলিটারি ক্যাম্প থেকে আর্মিরা পালাচ্ছে। বাড়ির অতি উৎসাহী মধ্যবয়স্ক আমানউল্লাহ ছুটলো থানার দিকে, ওখানেই ক্যাম্প ছিল। কি মনে করে আমিও ছুটলাম তার পিছু পিছু। থানার ভিতরে ঢুকে দেখি খাঁ খাঁ করছে, চারদিকে ছড়ানো ছিটানো লুটের মাল। একটা বাক্সে থ্রি নট থ্রি রাইফেলের গুলি। কি মনে করে দুই পকেট ভর্তি করে গুলি নিলাম। ওদিকে আমানউল্লাহ 'মাওলা মাওলা' বলে চেচাচ্ছে। কারণ, মাওলা নামে একজন মুক্তিযোদ্ধাকে আগের দিন বন্দি করে এনেছিল মিলিটারিরা, তাকে যদি মুক্ত করা যায়।
না কেউ নেই থানায়। আমানউল্লাহ আবার ছুটে বের হয়েছে। সে কেন ছুটছে আমিও জানি না। আমিও তার পিছু নিলাম। তখনই দেখলাম পলাতক মিলিটারিদের! তারা আক্ষরিক অর্থেই তখন পালাচ্ছে...। হঠাৎ তারা কি মনে করে গুলি করল কয়েক রাউন্ড।
কম দেখান