বুকশপারে আপনকে স্বাগতম !!
+88 01813769190
নতজানু হই নারী। তোমার তুমুল সৌন্দর্যের কাছে নতজানু হই। পরাজিত হই। এই নতজানু হওয়ার মানে নতুন ভুবনে প্রবেশ করা। যে ভুবনে দফায় দফায় আছে আলোকিত প্রেম, আছে ছিমছাম কৌতূহল। আছে মায়ায় জড়ানো ফুল। আছে অহর্নিশ কমলা লেবুর ঘ্রাণ। আছে নদীর মতোন গভীর আবেগ আর উচ্ছ্বাসের রূপকথা। আমি তাই জেনেশুনে পরাজিত... আরো পড়ুন