‘মিতার সঙ্গে চার সন্ধ্যে’ ও ‘অমিত্রাক্ষর’ এ দুটি উপন্যাস ষাট দশকের শেষে সচিত্র সন্ধানীতে বেরিয়েছিল। আমার আলট্রামেরীন উপন্যাসের কিছু অংশ নিয়ে লেখা দু’টি রচিত হয়েছিল। আল্ট্রামেরীন উপন্যাসটি আমি প্রথম লিখি ১৯৫৫ সালে এবং ১৯৫৬ সালে চার ফর্মা ছাপাও হয়। সে বছরে আমি ফ্লোরেন্সে পড়তে চলে যাই এবং পাণ্ডুলিপি সঙ্গে নিই।...
আরো পড়ুন
‘মিতার সঙ্গে চার সন্ধ্যে’ ও ‘অমিত্রাক্ষর’ এ দুটি উপন্যাস ষাট দশকের শেষে সচিত্র সন্ধানীতে বেরিয়েছিল। আমার আলট্রামেরীন উপন্যাসের কিছু অংশ নিয়ে লেখা দু’টি রচিত হয়েছিল। আল্ট্রামেরীন উপন্যাসটি আমি প্রথম লিখি ১৯৫৫ সালে এবং ১৯৫৬ সালে চার ফর্মা ছাপাও হয়। সে বছরে আমি ফ্লোরেন্সে পড়তে চলে যাই এবং পাণ্ডুলিপি সঙ্গে নিই। ভেবেছিলাম সেখান থেকে সংশোধন করে ঢাকায় পাঠাবো কিন্তু ডাকমাসুল অনেক বেশি হওয়াতে আর পাঠানো হয় নি। ১৯৫৮ সালের মাঝামাঝি আমি লন্ডনে চলে যাই এবং ডিসেম্বরে হুট করে ঢাকায় চলে আসি। পাণ্ডুলিপি রেখে আসি ফজলে লোহানীর জিম্মায়। আল্ট্রামেরীন উপন্যাসটির রসদ ছিল আমার কলকাতায় পড়ার সময়কার ডাইরি। সেই ডাইরি ভিত্তি করে এই উপন্যাস দু’টি রচনা। পরবর্তীকালে ১৯৭৮ সালে আমি আল্ট্রামেরীন উপন্যাসটি নতুন করে লিখি এবং বিচিত্র ঈদসংখ্যায় মুদ্রিত হয়। পরে লালনা প্রকাশনী, চট্টগ্রাম ১৯৭৯ সালে বই আকারে প্রকাশ করে।
কম দেখান