বন্দরনগরী চট্টগ্রামে ১৯৯৬-এর স্বাধীনতা দিবসে গবেষণাগ্রন্থ প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করে প্রায় তিন দশক পেরিয়ে অ্যাডর্ন পাবলিকেশন। একই বছর ঢাকায়ও কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। ১৯৯৮ থেকে একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণ ও পরবর্তীতে একক ও যৌথ বইমেলা, বইকেন্দ্রিক নানা আয়োজন করে আসছে। অংশ নিয়েছে দেশে-বিদেশে। বইয়ের সংখ্যা হাজারেরও বেশি।
বই জ্ঞানের আধার, আনন্দের উৎস। অ্যাডর্নবুকস চায় জ্ঞান ও আনন্দের যুগলবন্দিতে পাঠকের মুহূর্তগুলোকে অসাধারণভাবে সুসজ্জিত করতে। বাংলা ইংরেজি দুই ভাষাতেই নানা মাত্রার বই প্রকাশের মাধ্যমে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করেছে। ভাষা-আন্দোলন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, ইতিহাস, সাহিত্য, আত্মজীবনী ও গবেষণার বইসহ নির্মাণ ও প্রকাশ করছে। ‘বাংলাভাষার স্মারক; মহান একুশে সুবর্ণজয়ন্তী গ্রন্থ’, বাংলা বাউল...
আরো দেখুন
বন্দরনগরী চট্টগ্রামে ১৯৯৬-এর স্বাধীনতা দিবসে গবেষণাগ্রন্থ প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করে প্রায় তিন দশক পেরিয়ে অ্যাডর্ন পাবলিকেশন। একই বছর ঢাকায়ও কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। ১৯৯৮ থেকে একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণ ও পরবর্তীতে একক ও যৌথ বইমেলা, বইকেন্দ্রিক নানা আয়োজন করে আসছে। অংশ নিয়েছে দেশে-বিদেশে। বইয়ের সংখ্যা হাজারেরও বেশি।
বই জ্ঞানের আধার, আনন্দের উৎস। অ্যাডর্নবুকস চায় জ্ঞান ও আনন্দের যুগলবন্দিতে পাঠকের মুহূর্তগুলোকে অসাধারণভাবে সুসজ্জিত করতে। বাংলা ইংরেজি দুই ভাষাতেই নানা মাত্রার বই প্রকাশের মাধ্যমে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করেছে। ভাষা-আন্দোলন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, ইতিহাস, সাহিত্য, আত্মজীবনী ও গবেষণার বইসহ নির্মাণ ও প্রকাশ করছে। ‘বাংলাভাষার স্মারক; মহান একুশে সুবর্ণজয়ন্তী গ্রন্থ’, বাংলা বাউল সিরিজ, প্রফেসর আনিসুজ্জামান সম্পাদিত সাহিত্যকীর্তি গ্রন্থমালা, এবিসি সিরিজ, বিশেষ এবং কথাসাহিত্য, কবিতা, গান, অনুবাদ, একুশে, স্মৃতিকথা, অভিধান, ভাষা-সংস্কৃতি, নৃতত্ত্বসহ আরো বহুমাত্রিক বিষয়ে এবং চিরকালের বাংলা সাহিত্যকে নতুনভাবে উপস্থাপন, পাশাপাশি দেশি
বিদেশি নবীন-প্রবীণদের গবেষণা ও সৃজনশীল গ্রন্থ সুসম্পাদিতভাবে করাই অ্যাডর্ন পাবলিকেশন এর নিরন্তর প্রচেষ্টা। এক কথায় অ্যাডর্নবুকস অন্তরশক্তির শ্রীবৃদ্ধির কারিগর। দেশে প্রথম ছোট ছোট বয়সের শিশুদের জন্যেসহ ধনপ সিরিজে ‘অ্যাডর্নবুকস ফর চিল্ড্রেন’ শিরোনামে শিশু-কিশোরদের জন্যে শিল্পীর আঁকা ছবিসহ বয়স অনুযায়ী বিশেষায়িত গ্রন্থ-উন্নয়ন ও প্রকাশ করছে দেড় দশক ধরে। বইগুলো শিশুদের সামাজিকীকরণে ও পাঠাভ্যাস সৃষ্টিতে বিশেষ সহায়ক।
কম দেখান