বুকশপারে আপনাকে স্বাগতম!!
+88 01577230233
পরমা রাস্তায় বেরিয়ে মনের আনন্দে ঘোরে, দেখে নানা কিছু। কিন্তু হঠাৎ সে পথ হারিয়ে ফেলে। ভয়, কান্না আর অজানা মানুষের আগমনে তার অনুভূতির জগত আরও বড় হয়ে ওঠে। এই গল্পটি শিশুদের শেখায় কীভাবে অজানা পরিস্থিতিতে সাহসিকতা দেখাতে হয় এবং নিরাপদে ফিরে আসার গুরুত্ব।