শিশুতোষ বই প্রকাশে উদীয়মান সংস্থা ময়ূরপঙ্খি। আমাদের লক্ষ্য দুই থেকে চৌদ্দ বছরের শিশুদের আনন্দের সঙ্গে পড়াশোনায় উৎসাহ জোগানো। এজন্য আমরা প্রকাশ করছি মনকাড়া ভাষায় রচিত, আধুনিক নকশায় সজ্জিত এবং উন্নত প্রকাশনা মানের হরেক রকম বই। দেশ-বিদেশের বরেণ্য লেখক ও শিল্পীদের সঙ্গে আমাদের বইগুলোতে কাজ করছেন একঝাঁক তরুণ মেধাবী চিত্রকর, লেখক ও অনুবাদক। শিশুরা সরাসরি পাঠ করবে এমন বই যেমন আমাদের রয়েছে, তেমনি রয়েছে অল্পবয়সি শিশুদের পড়ানোর উপযোগী অভিভাবক-সহায়ক বই।
২০১৪ সালে যাত্রা শুরুর দুই বছরের মাথায় গুণমান বিচারে সর্বাধিক শিশুতোষ বই প্রকাশের জন্য বাংলা একাডেমির ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ লাভ করে ময়ূরপঙ্খি। আমরা চাই সব বয়সি শিশু নিজ নিজ...
আরো দেখুন
শিশুতোষ বই প্রকাশে উদীয়মান সংস্থা ময়ূরপঙ্খি। আমাদের লক্ষ্য দুই থেকে চৌদ্দ বছরের শিশুদের আনন্দের সঙ্গে পড়াশোনায় উৎসাহ জোগানো। এজন্য আমরা প্রকাশ করছি মনকাড়া ভাষায় রচিত, আধুনিক নকশায় সজ্জিত এবং উন্নত প্রকাশনা মানের হরেক রকম বই। দেশ-বিদেশের বরেণ্য লেখক ও শিল্পীদের সঙ্গে আমাদের বইগুলোতে কাজ করছেন একঝাঁক তরুণ মেধাবী চিত্রকর, লেখক ও অনুবাদক। শিশুরা সরাসরি পাঠ করবে এমন বই যেমন আমাদের রয়েছে, তেমনি রয়েছে অল্পবয়সি শিশুদের পড়ানোর উপযোগী অভিভাবক-সহায়ক বই।
২০১৪ সালে যাত্রা শুরুর দুই বছরের মাথায় গুণমান বিচারে সর্বাধিক শিশুতোষ বই প্রকাশের জন্য বাংলা একাডেমির ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ লাভ করে ময়ূরপঙ্খি। আমরা চাই সব বয়সি শিশু নিজ নিজ বয়স, রুচি ও আগ্রহ অনুযায়ী তাদের পছন্দের বইটি পড়ুক। পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা বিপুল জ্ঞানভান্ডারের প্রতি তারা আগ্রহী হোক। বাংলাদেশের শিশুসাহিত্যকে সবল ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা এবং শিশুদের মাঝে পাঠাভ্যাস তৈরি করায় নিরলস কাজ করতে আমরা অঙ্গীকারবদ্ধ।
প্রকাশনায় পেশাদারিত্বের জন্য প্রকাশক মিতিয়া ওসমান তিসমা () থেকে কলম্বিয়া পাবলিশিং কোর্স সম্পন্ন এবং জার্মান বুক অফিস কর্তৃক পাবলিশার্স ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন। তিনি জার্মান সরকারের আমন্ত্রণে ২০১৭ ও ২০২১ সালে অতিথি হিসেবে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশগ্রহণ করেন।
এ ছাড়াও মিতিয়া ওসমান তিসমা দক্ষিণ কোরিয়ায় পরপর দুবার ২০১৮ ও ২০১৯ সালে ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ২০১৯ সালে অংশগ্রহণ করেন ইন্দোনেশিয়ার সাহিত্য উৎসবেও। অন্যদিকে তিনবার ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেন শারজায়। এ ধরনের আরেকটি প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলেন তুরস্কেও। ভারত সরকারের আমন্ত্রণে ২০১৮ সালে যুব সম্মিলনীতে অংশগ্রহণের মাধ্যমে ভারত সফর করেন।
কম দেখান