বুকশপারে আপনাকে স্বাগতম!!
+88 01577230233
সকল প্রশংসা আল্লাহর। যুগে যুগে ঢলে আসা তাওহীদ-প্রেমীদের হৃদয়ে জায়গা করে নেওয়া এক মহান ব্যক্তিত্ব হযরত ইবরাহীম আলাইহিস সালাম। বিশ্বব্যাপী ও সর্বগ্রাসী কুফরি শক্তিকে রুখে দিতে যিনি আজীবন সংগ্রাম করে গেছেন। শত ভয় ভীতি, অত্যাচার, উৎপীড়ন সহ্য করে যিনি মানুষকে এক পতাকাতলে সমবেত করেছেন।