বুকশপারে আপনকে স্বাগতম !!
+88 01813769190
মূঅবাধ স্বাধীনতা শুধু পশুদেরই হয়, নীতিহীন স্বাধীনতা স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে নয় অনাচার উচ্ছৃঙ্খলা, বাকস্বাধীনতার নামে অযাচিত কথা বলা। স্বাধীনতা মানে নয় অপরের অধিকার হরণ, স্বাধীনতা মানে নয় নিষ্পাপ হৃদয়ে রক্তক্ষরণ। স্বাধীনতা হলো স্নিগ্ধ নদীর মতো, অবাধ চলার পথে প্রশান্তি ছড়ায় অবিরত। স্বাধীনতা হলো সবাই সবার অধিকারের কথা বলা, সাম্যের পৃথিবীতে এক সাথে চলা।