বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অলংকার হল কবিতা । সভ্যতার ঊষালগ্ন থেকে ভাষার সুন্দর সুন্দর শব্দচয়নে অলংকৃত হয়ে কবিতা পাঠকের মনোরঞ্জনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে । যুগ যুগ ধরে কবি মনের আবেগোত্থিত অনুভুতি, উপলব্দি ও চিন্তা-চেতনা কবিতার মাধ্যমে বিকশিত হয়ে পাঠকদের আলোর পথ দেখিয়ে আসছে । এই বইটিতে রুপায়িত কবিতাসমুহ...
আরো পড়ুন
বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অলংকার হল কবিতা । সভ্যতার ঊষালগ্ন থেকে ভাষার সুন্দর সুন্দর শব্দচয়নে অলংকৃত হয়ে কবিতা পাঠকের মনোরঞ্জনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে । যুগ যুগ ধরে কবি মনের আবেগোত্থিত অনুভুতি, উপলব্দি ও চিন্তা-চেতনা কবিতার মাধ্যমে বিকশিত হয়ে পাঠকদের আলোর পথ দেখিয়ে আসছে । এই বইটিতে রুপায়িত কবিতাসমুহ আমার মনের অব্যক্ত কথাগুলোর নিঃশব্দ শব্দ স্ফুরণ । সভ্যতার কল্যাণ ও মঙ্গলার্থে আমার মনের ভাবনা সমুহকেই কবিতায় রূপ দেয়ার চেষ্টা করেছি ।
মানুষের প্রতিটি চিন্তা-চেতনা ও কাজে ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, সুখ- দুখ, আলো-আঁধার, প্রেম-অপ্রেম, অমৃত-অনল পাশাপাশি আবস্থান করে । মানুষের মাঝেই অসীম-সসীমের খেলা চলে প্রতিনিয়ত । মুহূর্তে মুহূর্তেই মন রঙ বদলায়, বদলায় ভাবনার জগতও । আমার মনের অতল গহ্বরে প্রোথিত ভাবনা ও বিবেকবানীকে আমি যেমনভাবে উপলব্দি বা অবলোকন করেছি ঠিক তেমনিভাবেই এই বইটিতে কবিতার আকারে রুপায়ণের চেষ্টা করেছি ।
এই বইটিতে লিখা আমার কবিতাগুলো গতানুগতিক কবিতা থেকে আলাদা স্বাদ এনে দিবে এবং আগামি প্রজন্মকে আলোকবর্তিকার ন্যায় পথ দেখাতে সাহায্য করবে, সেই সাথে আলোর পথের পথিক হতে উৎসাহিত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস । আমার এই বিশ্বাসের যথার্থতা বিচারের ভার আমি পাঠকদের উপর ছেড়ে দিলাম কারণ পাঠকবৃন্দ যথার্থ বিচারক । এই কাব্যগ্রন্থের বেশ কয়েকটি কবিতা ইউটিউবে আবৃত্তিমেলায় শোনতে পাবেন ।
কম দেখান