আমার বয়স তখন আঠারো বছর। এ সময় প্রেম তার মায়াবী আলোয় চোখ খুলে দিল। এই প্রথমবারের মতো সে তার আগুন ঝরানো আঙুল দিয়ে আমার চিত্তকে স্পর্শ করল। সেলমা কারামিই প্রথম মহিলা যার অতুলনীয় সৌন্দর্য আমার অন্তরকে জাগিয়ে তুলল। আমি পরম প্রীতির কুঞ্জবনে উপস্থিত হলাম, সেখানে দিন কেটে যায় স্বপ্ন মায়ায়...
আরো পড়ুন
আমার বয়স তখন আঠারো বছর। এ সময় প্রেম তার মায়াবী আলোয় চোখ খুলে দিল। এই প্রথমবারের মতো সে তার আগুন ঝরানো আঙুল দিয়ে আমার চিত্তকে স্পর্শ করল। সেলমা কারামিই প্রথম মহিলা যার অতুলনীয় সৌন্দর্য আমার অন্তরকে জাগিয়ে তুলল। আমি পরম প্রীতির কুঞ্জবনে উপস্থিত হলাম, সেখানে দিন কেটে যায় স্বপ্ন মায়ায় আর রাত মিলন মদিরায়। সেলমা কারামি তার সৌন্দর্য দ্বারা আমাকে সৌন্দর্যের পূজা করতে শিখাল। তার স্নেহ আমর কাছে ভালোবাসার নিগূঢ় রহস্য উন্মুক্ত করে দিল। সে-ই আমাকে প্রথম বাস্তব জীবনের সংগীত গেয়ে শোনাল।
কম দেখান