সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য যাত্রা শুরু করে ২০০০ সালে। দীর্ঘ ২২ বছরে লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের ব্যাপক উৎসাহে ঐতিহ্য প্রকাশ করেছে ২,৫০,০০০ পৃষ্ঠার বেশি সহস্রাধিক বই। দুই বাংলার সাহিত্যিকদের রচনাবলি প্রকাশেও ঐতিহ্য সৃষ্টি করেছে যুগান্তকারী অধ্যায়। প্রথম দিকে ২২০০০ পৃষ্ঠার রবীন্দ্র-রচনাবলি যেমন প্রকাশ করে ব্যাপক পাঠকপ্রিয় আলোচনায় এসেছে, ঠিক সেভাবেই ২০০০০+ পৃষ্ঠার ৩০ খÐ সৈয়দ শামসুল হক রচনাসমগ্র প্রকাশ করেও সিক্ত হয়েছে অগণিত পাঠকের ভালোবাসায়।
অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণের পাশাপাশি ঐতিহ্য দেশব্যাপী ও আন্তর্জাতিকভাবে আয়োজিত বিভিন্ন বইমেলায় অংশগ্রহণ করে থাকে। এছাড়াও ঐতিহ্য বছরের নির্দিষ্ট একটা সময়ে ঢাকা এবং চট্টগ্রামে আয়োজন করে একক বইমেলা। বইকে পাঠকের হাতের নাগালে সহজে এবং সুলভে...
আরো দেখুন
সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য যাত্রা শুরু করে ২০০০ সালে। দীর্ঘ ২২ বছরে লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের ব্যাপক উৎসাহে ঐতিহ্য প্রকাশ করেছে ২,৫০,০০০ পৃষ্ঠার বেশি সহস্রাধিক বই। দুই বাংলার সাহিত্যিকদের রচনাবলি প্রকাশেও ঐতিহ্য সৃষ্টি করেছে যুগান্তকারী অধ্যায়। প্রথম দিকে ২২০০০ পৃষ্ঠার রবীন্দ্র-রচনাবলি যেমন প্রকাশ করে ব্যাপক পাঠকপ্রিয় আলোচনায় এসেছে, ঠিক সেভাবেই ২০০০০+ পৃষ্ঠার ৩০ খÐ সৈয়দ শামসুল হক রচনাসমগ্র প্রকাশ করেও সিক্ত হয়েছে অগণিত পাঠকের ভালোবাসায়।
অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণের পাশাপাশি ঐতিহ্য দেশব্যাপী ও আন্তর্জাতিকভাবে আয়োজিত বিভিন্ন বইমেলায় অংশগ্রহণ করে থাকে। এছাড়াও ঐতিহ্য বছরের নির্দিষ্ট একটা সময়ে ঢাকা এবং চট্টগ্রামে আয়োজন করে একক বইমেলা। বইকে পাঠকের হাতের নাগালে সহজে এবং সুলভে পৌঁছে দিতে একযোগে দেশের ২১ জেলায় বইমেলা আয়োজন করেছে ঐতিহ্য। বইয়ের বিপণন সহজ এবং সাবলীল করতে ঐতিহ্য এখন কাজ করছে বই বিপণন প্রতিষ্ঠান গড়ে তোলা নিয়ে। সর্বোপরি সৃজনশীল বাংলা বইয়ের প্রকাশ এবং প্রসারে ঐতিহ্য কাজ করে যাচ্ছে নিরলসভাবে। অতীত দিনের মতো আবারও সৃজনশীল বইয়ে মুখর হবে গোটা দেশ, এই স্বপ্নকে বাস্তবায়নেই এগিয়ে যাচ্ছে ঐতিহ্য।
কম দেখান