বুকশপারে আপনাকে স্বাগতম!!
+88 01577230233
এই দেশের মুসলমানদের পূর্বপুরুষেরা নিশ্চিতভাবেই ছিলেন ওইসব মুসলমান, যারা সাবেক শাসকদের আমলে আসা বিদেশিদের বংশধর এবং বর্তমান মুসলমান প্রজন্ম হচ্ছে ৫৬২ বছর ধরে এই ভূমির প্রভু হিসেবে যারা বিরাজমান ছিলেন, তাদের সন্তান-সন্ততি। বাংলার মুসলমানদের উৎস খুঁজতে গিয়ে প্রামাণ্য দলিলের ভিত্তিতে খোন্দকার ফজলে রাব্বি এ বইতে সেই বিবরণ তুলে ধরেছেন।