বাঘ মামার জন্মদিনে নিজ হাতে বানানো কেক উপহার দেবে ছোট্ট কচ্ছপ। আগের রাতে কেক বানিয়ে পরদিন সাত সকালে রওনা দিল জন্মদিনের দাওয়াতে। বনের সব পশুপাখি সন্ধ্যার আগেই বাঘের বাড়ি পৌঁছে গেছে, জন্মদিনের সব আয়োজনও শেষ। কিন্তু কচ্ছপটির দেখা নেই!
বন্ধুত্ব, চেষ্টা আর ভালোবাসার মিষ্টি এই গল্পটি ছোটদের শেখাবে ধৈর্য, আন্তরিকতা...
আরো পড়ুন
বাঘ মামার জন্মদিনে নিজ হাতে বানানো কেক উপহার দেবে ছোট্ট কচ্ছপ। আগের রাতে কেক বানিয়ে পরদিন সাত সকালে রওনা দিল জন্মদিনের দাওয়াতে। বনের সব পশুপাখি সন্ধ্যার আগেই বাঘের বাড়ি পৌঁছে গেছে, জন্মদিনের সব আয়োজনও শেষ। কিন্তু কচ্ছপটির দেখা নেই!
বন্ধুত্ব, চেষ্টা আর ভালোবাসার মিষ্টি এই গল্পটি ছোটদের শেখাবে ধৈর্য, আন্তরিকতা আর অন্যের জন্য কিছু করার আনন্দ। বনের প্রাণীরা জমিয়ে তুলেছে জন্মদিনের উৎসব, আর ছোট্ট কচ্ছপের ধীর কিন্তু আন্তরিক যাত্রা শেষ পর্যন্ত সবাইকে ছুঁয়ে যাবে।
কম দেখান