অ্যারােনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র জিহানের ইচ্ছে ছিল পাখি হবে। সে হয়ে গেল ভবঘুরে। খবরের কাগজে একদিন দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশচারী নিচ্ছে। জিহান আবেদন করল। ভবঘুরে জিহান হয়ে গেল মহাকাশচারী। ঘুরতে ঘুরতে চলে গেল মঙ্গলগ্রহে। কেমন করে গেল সেটাই গল্প। বানানাে গল্প হলেও খবরের কাগজে ছাপানাে সংবাদ,...
আরো পড়ুন
অ্যারােনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র জিহানের ইচ্ছে ছিল পাখি হবে। সে হয়ে গেল ভবঘুরে। খবরের কাগজে একদিন দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশচারী নিচ্ছে। জিহান আবেদন করল। ভবঘুরে জিহান হয়ে গেল মহাকাশচারী। ঘুরতে ঘুরতে চলে গেল মঙ্গলগ্রহে। কেমন করে গেল সেটাই গল্প। বানানাে গল্প হলেও খবরের কাগজে ছাপানাে সংবাদ, মার্স হােপ সার্ভাইভ, মঙ্গলগ্রহ, শিশু আশ্রম, চন্দ্ৰটুকি রেল স্টেশন, টিকলি গ্রাম, অচিন গাড়ি, বুড়ি মা সব সত্যি। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আর ভালােবাসার গল্প ‘ভবঘুরে মহাকাশচারী।
কম দেখান