গত শতাব্দীর ষাটের অন্যতম প্রধান কবি, মুহম্মদ নূরুল হুদা’র কবিতা দিয়ে শুরু করে বিজ্ঞান কবি হিসেবে খ্যাত হাসনাইন সাজ্জাদী’র বিজ্ঞান কবিতাকেও স্থান করে দেয়া হয়েছে এ গ্রন্থে। আরো যারা লিখেছেন- কবি দিলারা আলম হাফিজ, কবি আরিফ মঈনুদ্দীন, কবি হাসনাইন সাজ্জাদী, কবি সুবল বিশ্বাস, কবি ফরিদুজ্জামান, কবি উত্তম কে. বড়ুয়া, কবি...
আরো পড়ুন
গত শতাব্দীর ষাটের অন্যতম প্রধান কবি, মুহম্মদ নূরুল হুদা’র কবিতা দিয়ে শুরু করে বিজ্ঞান কবি হিসেবে খ্যাত হাসনাইন সাজ্জাদী’র বিজ্ঞান কবিতাকেও স্থান করে দেয়া হয়েছে এ গ্রন্থে। আরো যারা লিখেছেন- কবি দিলারা আলম হাফিজ, কবি আরিফ মঈনুদ্দীন, কবি হাসনাইন সাজ্জাদী, কবি সুবল বিশ্বাস, কবি ফরিদুজ্জামান, কবি উত্তম কে. বড়ুয়া, কবি সুফিয়া বেগম, কবি মিলি বসাক, কবি শামীমা আক্তার শিউলী, কবি শাহীনা নাজনীন এ্যানী, কবি সালাম মাহমুদ, কবি নাজিরাহ উমাইয়া, কবি সামিরা সিদ্দিকী, কবি আব্দুস সালাম চৌধুরী, কবি আনোয়ার হোসেন, কবি শিবির আহমেদ লিটন, কবি মোহাম্মদ সোহরাব হোসেন, কবি মোঃ নজরুল ইসলাম, কবি মোঃ সোয়াইব ভূইয়া, কবি আবদুল কাইয়ূম, কবি সৈয়দা হাবিবা মুস্তারিন ও জালাল খান ইউসুফী। তাদের কবিতায় বিচিত্র বিষয় বিচিত্র ভাবে উপস্থাপন করেছেন। সব কবিরই একজন মানষপ্রিয়া থাকে, সেই প্রেয়সীকে একেকজন কবি একেক ভাবে কবিতায় উপন্থাপন করেন। তুলনার সর্বোচ্চ উপমায় চিত্রিত করেন মানষপ্রিয়াকে, ‘তুমি শুধু তুমি নও’ বলেই থেমে যান না। আরো কত কিছু বলে প্রিয়াকে কবিতার পরতে পরতে চিত্রায়িত করেন।
কম দেখান