ছড়ার কাছে যাই, আমি ছড়ার কাছে যাই ছড়ার কাছে গেলে আমি মাটির সুবাস পাই। ছড়ায় সাগর-নদী আছে, পান্তুয়া আর দধি আছে ছড়া আমি রান্না করি, ছড়াই আমি খাই। ছড়ায় ছড়ায় কথা বলি, ছড়াতে গান গাই। ছড়ায় কত গল্প আছে, নানান রূপকল্প আছে ছড়ায় সেটাই বলতে পারি বলতে যেটা চাই। মনখারাপে...
আরো পড়ুন
ছড়ার কাছে যাই, আমি ছড়ার কাছে যাই ছড়ার কাছে গেলে আমি মাটির সুবাস পাই। ছড়ায় সাগর-নদী আছে, পান্তুয়া আর দধি আছে ছড়া আমি রান্না করি, ছড়াই আমি খাই। ছড়ায় ছড়ায় কথা বলি, ছড়াতে গান গাই। ছড়ায় কত গল্প আছে, নানান রূপকল্প আছে ছড়ায় সেটাই বলতে পারি বলতে যেটা চাই। মনখারাপে পাই যে আমি ছড়ার কাছে ঠাঁই। ছড়ায় নানান শিক্ষা আছে, স্বদেশপ্রেমের দীক্ষা আছে ছড়ার মতো আনন্দ আর অন্য কোথাও নাই। মনদিঘিটার শান্ত জলে ছড়াই মারে ঘাই! ছড়াতে ভূত, দত্যি আছে, না বলা সব সত্যি আছে। ছড়ার মাঝে ছড়িয়ে আছে গোটা ভুবনটাই! ছড়ায় আছে বাবার শাসন, আছে মায়ের লাই। ছড়াতে বাঘ-ভালুক আছে, শাপলা এবং শালুক আছে ছড়ায় আছে একাত্তরের হারিয়ে যাওয়া ভাই।
কম দেখান