গল্পকার সাজ্জাদ আলী রচিত মোট ৩৭টি ছোটো গল্পকথা নিয়ে গ্রন্থিত হয়েছে টুকরো কথা গ্রন্থটি। টুকরো টুকরো স্মৃতি, ঘটনা, বর্ণনায় সমৃদ্ধ এই গ্রন্থটিতে লেখক জীবনকে যেভাবে অনুভব করেছেন তারই চিত্র এঁকেছেন যথাযথভাবে অনুসন্ধিৎসু দৃষ্টিতে। দেশজ পটভূমিতে লেখকের সবে শৈশব-কৈশোরের বেড়ে ওঠা জীবনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া দীর্ঘ প্রবাসজীবনের নানা নেপথ্য...
আরো পড়ুন
গল্পকার সাজ্জাদ আলী রচিত মোট ৩৭টি ছোটো গল্পকথা নিয়ে গ্রন্থিত হয়েছে টুকরো কথা গ্রন্থটি। টুকরো টুকরো স্মৃতি, ঘটনা, বর্ণনায় সমৃদ্ধ এই গ্রন্থটিতে লেখক জীবনকে যেভাবে অনুভব করেছেন তারই চিত্র এঁকেছেন যথাযথভাবে অনুসন্ধিৎসু দৃষ্টিতে। দেশজ পটভূমিতে লেখকের সবে শৈশব-কৈশোরের বেড়ে ওঠা জীবনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া দীর্ঘ প্রবাসজীবনের নানা নেপথ্য কাহিনি ভিন্ন ভিন্ন অনুষঙ্গে উঠে এসেছে গল্পগুলোতে। গ্রন্থভুক্ত প্রতিটি গল্পই ভিন্ন মেজাজ ও স্বাদের। এতে বর্ণিত কত বিচিত্র মানুষ, তাদের কথাবার্তা, আচার-ব্যবহারের ভিন্নমাত্রিক উপস্থাপন এবং বিষয়বৈচিত্র্য পাঠককে নিয়ে যাবে ভালোবাসার মায়াময় এক জগতে। চরিত্রগুলো কখনো তাদের সুখ-দুঃখ, হাসি-কান্নার জগতে প্রবেশ করেছে, কখনো আবার দূর থেকে দেখেছে শুধু। সবই মানুষকে নিয়ে আলাদা করে ভাবায়, ফুটিয়ে তোলে জীবনযাপনের অভিঘাত, জীবন-জিজ্ঞাসার চিত্র, যাপিত জীবন ও প্রান্তিকতা। দক্ষ ডুবুরির মতো ডুব দিয়ে লেখক এইসব মণিরত্ন আহরণ করে পাঠকদের পরিচয় করিয়ে দিয়েছেন। প্রাঞ্জল গদ্য ভাষা ও সংলাপ বিনির্মাণে এবং ব্যঞ্জনাময় বাক্যে গল্পের চরিত্রগুলো পরস্পর কানেকটেড। বাস্তবতা নিয়ে লেখা, নিজের দেখা জগৎ নিয়ে লেখা এই গ্রন্থটি সেকারণেই সুখপাঠ্য হয়ে উঠেছে।
কম দেখান