গরমে মশা খুব সচল থাকে। তাই এ সময় মশাবাহিত ভাইরাস জ্বর খুব দেখা যায়। মশার কামড়ে সৃষ্টি রোগগুলো হলো ডেঙ্গু, ম্যালেরিয়া, জাপানিজ এনকেফালাইটিস, ইয়েলো ফিভার, ওয়েস্ট নাইল ফিভার, রিফট ভ্যালি ফিভার। এর মধ্যে প্রথম তিনটি আমাদের দেশে হয়। অন্যগুলোর প্রাদুর্ভাব হয়নি তবে বিশ্বায়নের যুগে যে হবে না তা বলা কঠিন।
যে...
আরো পড়ুন
গরমে মশা খুব সচল থাকে। তাই এ সময় মশাবাহিত ভাইরাস জ্বর খুব দেখা যায়। মশার কামড়ে সৃষ্টি রোগগুলো হলো ডেঙ্গু, ম্যালেরিয়া, জাপানিজ এনকেফালাইটিস, ইয়েলো ফিভার, ওয়েস্ট নাইল ফিভার, রিফট ভ্যালি ফিভার। এর মধ্যে প্রথম তিনটি আমাদের দেশে হয়। অন্যগুলোর প্রাদুর্ভাব হয়নি তবে বিশ্বায়নের যুগে যে হবে না তা বলা কঠিন।
যে জ্বরটি ২০০০ থেকে আমাদের দেশে আতঙ্ক সৃষ্টি করে চলছে তার নাম ডেঙ্গু। যদিও এ রোগে মৃত্যুহার আশপাশের দেশের তুলনায় আমাদের দেশে অনেক কম। ডেঙ্গুর চিকিৎসাও খুব সাধারণ। প্যারাসিটামল দিয়ে জ্বর কমিয়ে রাখলেই হলো এবং জ্বর শুরুর প্রথম থেকেই প্রচুর তরল বা পানি খাওয়ার ব্যাপারে সচেতন থাকতে হবে।
কম দেখান