“অক্লান্ত অভিযানী ছিলেন আবদুল মান্নান সৈয়দ, বিশেষত তাঁর উজান-বাওয়া লেখক-জীবনের পথপরিক্রমার ক্ষেত্রে। ... প্রবন্ধগ্রন্থ সুধীন্দ্রনাথ দত্ত কালাে সূর্যের নিচে বহূৎসব-এর ‘প্রবেশক শিরােনামি ভূমিকা থেকে জানতে পারি গ্রন্থভুক্ত প্রবন্ধগুলাে লেখা হয়েছিল ১৯৬৪-৬৫ থেকে শুরু করে ২০০৯ সালের সময়গত পরিসরে। গ্রন্থধৃত নয়টি প্রবন্ধ একাদিক্রমে লেখা না হলেও সুধীন্দ্রনাথ দত্তের সামগ্রিক কবি ও...
আরো পড়ুন
“অক্লান্ত অভিযানী ছিলেন আবদুল মান্নান সৈয়দ, বিশেষত তাঁর উজান-বাওয়া লেখক-জীবনের পথপরিক্রমার ক্ষেত্রে। ... প্রবন্ধগ্রন্থ সুধীন্দ্রনাথ দত্ত কালাে সূর্যের নিচে বহূৎসব-এর ‘প্রবেশক শিরােনামি ভূমিকা থেকে জানতে পারি গ্রন্থভুক্ত প্রবন্ধগুলাে লেখা হয়েছিল ১৯৬৪-৬৫ থেকে শুরু করে ২০০৯ সালের সময়গত পরিসরে। গ্রন্থধৃত নয়টি প্রবন্ধ একাদিক্রমে লেখা না হলেও সুধীন্দ্রনাথ দত্তের সামগ্রিক কবি ও সাহিত্যকৃতির মূল্যায়নে এগুলাের অপরিহার্যতাকে কোনােক্রমেই নন বলে ভাবার অবকাশ পাওয়া যাবে না বরং রীতিমতাে বিস্মিতই হতে হয় সময়ের বেশ বড় ব্যবধানে প্রবন্ধগুলাে রচিত হলেও, তাদের বিষয়সংশ্লিষ্ট ধারাক্রমে কী আশ্চর্য রকমের সাযুজ্য! একমাত্র কবির জীবনী রচনা ছাড়া তাঁর কবি বা সাহিত্যকৃতির কোনাে দিকই বাদ যায়নি। অবশ্য, জীবনী রচনা না করলেও কোন পরিবেশে কবির বেড়ে ওঠা এবং তার সমকাল তাঁর অন্তর্গত জীবনে কিংবা তাঁর কাব্য-ভাবনায় কতটা কতটা প্রভাব বিস্তার করেছে, মান্নান তাকে স্বাভাবিকভাবেই এড়িয়ে যাননি।... এই গ্রন্থের পাঠ শুরু করলে পাঠক উৎসুক না হয়ে পারবেন না। মান্নান সৈয়দই তাদের এ ব্যাপারে প্ররােচিত করবেন। সম্পাদক পিয়াস মজিদকে আন্তরিক ধন্যবাদ-এ রকম অমূল্য একটি গ্রন্থের সম্পাদনা করার জন্য।”
কম দেখান