এক বসন্তের দিনে প্রথম দেখা, প্রকৃতির মতো সজীবতা ফুটে উঠেছিল এক কিশোরী মেয়ের সরলতায়। মেয়েটি ছিল কৈশোরের রঙিন প্রান্তে দাঁড়িয়ে, চোখে ছিল নির্ভেজাল স্বপ্নের ঝিলিক। তার হাসিতে যেন স্নিগ্ধ ভোরের আলো মিশে ছিল, চলাফেরায় ছিল এক অদ্ভুত মাধুর্য। প্রথম দেখাতেই মেয়েটির সরলতায় মুগ্ধ হয়েছিল ঐশ্বর্য রিক চৌধুরী। এক অজানা আকর্ষণে...
আরো পড়ুন
এক বসন্তের দিনে প্রথম দেখা, প্রকৃতির মতো সজীবতা ফুটে উঠেছিল এক কিশোরী মেয়ের সরলতায়। মেয়েটি ছিল কৈশোরের রঙিন প্রান্তে দাঁড়িয়ে, চোখে ছিল নির্ভেজাল স্বপ্নের ঝিলিক। তার হাসিতে যেন স্নিগ্ধ ভোরের আলো মিশে ছিল, চলাফেরায় ছিল এক অদ্ভুত মাধুর্য। প্রথম দেখাতেই মেয়েটির সরলতায় মুগ্ধ হয়েছিল ঐশ্বর্য রিক চৌধুরী। এক অজানা আকর্ষণে হৃদয় যেন কেঁপে উঠেছিল তার।
এরপর বছর কেটে গেল। মেয়েটি আজ অষ্টাদশী যুবতী। তার চেহারায় ফুটে উঠেছে নারীত্বের সৌন্দর্য।
এটা যেন প্রেমের দ্বিতীয় অধ্যায়, যেখানে প্রথম ভালোবাসা স্থির হয়ে ছিল এক নিষ্পাপ আকর্ষণে, আর আজ তা রূপ নিয়েছে গভীর অনুভবের স্রোতে। ঐশ্বর্য মন হারিয়েছে, হারিয়েছে নিজেকে।
মেয়েটি ছিল ঐশ্বর্যর মনে সদ্য ফোটা প্রেমের লাল গোলাপ মতন। তার নামও হলো তাই। ঐশ্বর্য বিড়বিড় করে আওড়াল, “অ্যা রেড রোজ।”
কম দেখান