বুকশপারে আপনাকে স্বাগতম!!
+88 01577230233
নির্জন নিরিবিলি এক রেলস্টেশান। দিনে একটা মাত্র ট্রেন আসে, একটা যায়। তারপর স্টেশান মাস্টার ছাড়া লোক বলতে গেলে আর থাকেই না। এক মধ্যরাতে ঘুম ভাঙল স্টেশান মাস্টারের। বাইরে ফুটফুটে জ্যোৎস্না। তিনি এসে কৃষ্ণচূড়া গাছের তলার বেঞ্চে বসে আছেন। এসময় দেখেন রেললাইনে একটা লোক কী যেন খুঁজছে। লোকটার সবই ঠিক আছে,... আরো পড়ুন