সমাজকে বুঝতে হলে জানতে হয় তার ভেতরের চালচিত্র―ক্ষমতার খেলা, রাষ্ট্রের গঠন, মানুষের সম্পর্ক, বিশ্বাস ও পরিবর্তনের গতিপথ। আর এ সবকিছুরই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ মেলে সমাজতত্ত্ব এবং রাজনৈতিক সমাজতত্ত্বে।
এই গ্রন্থে সামাজিক বিজ্ঞানচর্চার দুই গুরুত্বপূর্ণ শাখা―রাজনৈতিক সমাজতত্ত্ব ও বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজতত্ত্ব―একসঙ্গে বিশ্লেষণধর্মী, সহজ ও গভীরভাবে উপস্থাপন করা হয়েছে। রাষ্ট্র, ক্ষমতা, কর্তৃত্ব, গণতন্ত্র, আমলাতন্ত্র,...
আরো পড়ুন
সমাজকে বুঝতে হলে জানতে হয় তার ভেতরের চালচিত্র―ক্ষমতার খেলা, রাষ্ট্রের গঠন, মানুষের সম্পর্ক, বিশ্বাস ও পরিবর্তনের গতিপথ। আর এ সবকিছুরই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ মেলে সমাজতত্ত্ব এবং রাজনৈতিক সমাজতত্ত্বে।
এই গ্রন্থে সামাজিক বিজ্ঞানচর্চার দুই গুরুত্বপূর্ণ শাখা―রাজনৈতিক সমাজতত্ত্ব ও বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজতত্ত্ব―একসঙ্গে বিশ্লেষণধর্মী, সহজ ও গভীরভাবে উপস্থাপন করা হয়েছে। রাষ্ট্র, ক্ষমতা, কর্তৃত্ব, গণতন্ত্র, আমলাতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, এলিট তত্ত্ব, বিপ্লব―এসব ধারণা কেবল বইয়ের পাতায় নয়, সমাজের প্রতিদিনের বাস্তবতায় কীভাবে কাজ করে, তা পাঠকের কাছে সহজবোধ্যভাবে তুলে ধরা হয়েছে।
অন্যদিকে, সমাজতত্ত্বের ইতিহাস, কাঠামো, পরিবর্তন, প্রতিষ্ঠান, মূল্যবোধ ও সমাজে বিদ্যমান বৈষম্যের নেপথ্য কারণ বিশ্লেষণের মধ্য দিয়ে বাংলাদেশের সামাজিক বাস্তবতার গভীরে প্রবেশের এক দারুণ সুযোগ সৃষ্টি হয়েছে।
বর্তমান শিক্ষাব্যবস্থায় সময়ের সীমাবদ্ধতা মাথায় রেখেই এই বইটি রচিত―সংক্ষিপ্ত কিন্তু সমৃদ্ধ, সহজবোধ্য অথচ চিন্তামূলক। জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থী ও গবেষকদের জন্য এটি একটি সময়োপযোগী সহায়ক পাঠ্যগ্রন্থ হবে বলেই আমাদের বিশ্বাস।
কম দেখান