ব্যতিক্রমী গ্রন্থ প্রকাশের একটি অনন্য প্রতিষ্ঠান। মননশীল গ্রন্থ প্রকাশকের বহুমুখিতা ও অঙ্গসৌষ্ঠবের উৎকর্ষে প্রকাশনা জগতের শীর্ষে অধিষ্ঠিত। দেশ-বিদেশের স্বনামখ্যাত লেখকদের রচনা প্রকাশে সমৃদ্ধ রুচিশীল এই প্রকাশনা সংস্থাটির অঙ্গীকার সর্বক্ষেত্রে উন্নত মান রক্ষা করা।
জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের কলাম থেকে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার ইতিহাস জানতে পারি : ‘চুরাশি সালের শেষদিক কিংবা পঁচাশির শুরু। মুনতাসীর মামুনের বাসায় বসা হলো এক বিকালে। মামুন ভাই থাকেন মগবাজারের ইস্পাহানি কলোনিতে। বিকালবেলা সেই বাসায় উপস্থিত হয়েছেন বিচিত্রা সম্পাদক শাহাদৎ চৌধুরী, হুমায়ূন আহমেদ, শাহরিয়ার কবির, আলমগীর রহমান এবং আমি। মুনতাসীর মামুন তো আছেনই। সেদিনই প্রকাশনার পরিকল্পনা জানালেন আলমগীর ভাই। প্রতিষ্ঠানের নাম ঠিক হলো ‘অবসর’। কে কে...
আরো দেখুন
ব্যতিক্রমী গ্রন্থ প্রকাশের একটি অনন্য প্রতিষ্ঠান। মননশীল গ্রন্থ প্রকাশকের বহুমুখিতা ও অঙ্গসৌষ্ঠবের উৎকর্ষে প্রকাশনা জগতের শীর্ষে অধিষ্ঠিত। দেশ-বিদেশের স্বনামখ্যাত লেখকদের রচনা প্রকাশে সমৃদ্ধ রুচিশীল এই প্রকাশনা সংস্থাটির অঙ্গীকার সর্বক্ষেত্রে উন্নত মান রক্ষা করা।
জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের কলাম থেকে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার ইতিহাস জানতে পারি : ‘চুরাশি সালের শেষদিক কিংবা পঁচাশির শুরু। মুনতাসীর মামুনের বাসায় বসা হলো এক বিকালে। মামুন ভাই থাকেন মগবাজারের ইস্পাহানি কলোনিতে। বিকালবেলা সেই বাসায় উপস্থিত হয়েছেন বিচিত্রা সম্পাদক শাহাদৎ চৌধুরী, হুমায়ূন আহমেদ, শাহরিয়ার কবির, আলমগীর রহমান এবং আমি। মুনতাসীর মামুন তো আছেনই। সেদিনই প্রকাশনার পরিকল্পনা জানালেন আলমগীর ভাই। প্রতিষ্ঠানের নাম ঠিক হলো ‘অবসর’। কে কে লিখবেন সেসব নিয়ে শুরু হলো আলোচনা। বেশ কয়েকজনের নাম লিস্ট করা হলো। তবে প্রথম বইটা লিখবেন হুমায়ূন আহমেদ। তাঁকে দু হাজার টাকা অ্যাডভান্স দেওয়া হলো। ছোট্ট একটা ¯িøপে সই করে টাকাটা নিলেন তিনি। তারপর উদাস হয়ে সিগ্রেট টানতে লাগলেন। বাড়ি গিয়েই লিখতে শুরু করলেন। কয়েক দিনের মধ্যেই লিখে ফেললেন অতিপ্রাকৃত বিষয় নিয়ে আশ্চর্য এক উপন্যাস ‘দেবী’। এই উপন্যাসের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের কলমের ডগা থেকে বাংলা সাহিত্যে এসে অবতীর্ণ হলো এক অবিস্মরণীয় চরিত্র মিসির আলি। মিসির আলি নিয়ে দ্বিতীয় বই ছিল ‘নিশীথিনী’। আলমগীর ভাই-ই ছাপলেন। চট করেই দাঁড়িয়ে গেল ‘অবসর’। প্রতিষ্ঠানটি এখন বাংলাদেশের প্রথম সারির প্রকাশনা সংস্থা।’
কম দেখান