বুকশপারে আপনাকে স্বাগতম!!
+88 01577230233
আলোচ্য গ্রন্থ পাঠে পাঠকসমাজ কেবল রাধারমণের গানের ভক্তিরসই আস্বাদন করবেন না। লেখকের রস বিশ্লেষণ আস্বাদন করে নির্বাচিত পদগুলো সম্পর্কে নতুন করে ভাবার সুযোগ পাবেন। আর এভাবে রাধারমণের গানের রস তাঁদের প্রাণের ভেতর দিয়ে মরমে প্রবেশ করবে। বইটি রাধারমণ চর্চায় একটি নতুন সুর সংযোজিত হলো। এই সুর পাঠকদের অন্তরকেও ভাবাবিষ্ট করবে।